উত্তরাখন্ডে ভয়াবহ দুর্ঘটনা, আহত অন্তত ১০

উত্তরাখন্ডের রাজ্য বিপর্যয় মোকাবিলা টিম বা এসডিআরএফ (SDRF) এবং রাজ্য পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ধংসস্তূপ পরিস্কারের কাজে হাত লাগায়। এসডিআরএফ (SDRF) সূত্রে খবর, এখনও পর্যন্ত ছয় জনকে উদ্ধার করে উত্তরাখন্ড জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

উত্তরাখন্ডে (Uttarakhand) ভয়াবহ দুর্ঘটনা(Accident)। রুদ্রপ্রয়াগ জেলায় নির্মীয়মান ব্রিজ ভেঙে অন্তত দশ জন আহত হয়েছেন বলে জানা গেছে। বুধবার রুদ্রপ্রয়াগের হৃষিকেশ-বদ্রিনাথ হাইওয়ে (Highway) থেকে থেকে ৬ কিলোমিটার দূরে নারকোটায় ঘটনাটি ঘটেছে।

উত্তরাখন্ডের রাজ্য বিপর্যয় মোকাবিলা টিম বা এসডিআরএফ (SDRF) এবং রাজ্য পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ধংসস্তূপ পরিস্কারের কাজে হাত লাগায়। এসডিআরএফ (SDRF) সূত্রে খবর, এখনও পর্যন্ত ছয় জনকে উদ্ধার করে উত্তরাখন্ড জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। এবং এখনও অন্তত পাঁচজন আটকে রয়েছে বলে আশঙ্কা এসডিআরএফের।

অন্যদিকে গত মঙ্গলবার, মহারাষ্ট্রের থানে জেলার ভিওয়ান্দি শহরে একটি একতলা বাড়ি কাঠামো ছয়জন আহত হয়েছেন।


Previous articleনেত্রীর দিকনির্দেশে দ্রুত নতুন তৃণমূলকে দেখবেন: সভাস্থল পরিদর্শনের পরে জানালেন অভিষেক
Next articleমোদি শাসনে ভারত ত্যাগের হিড়িক, ১ বছরে নাগরিকত্ব ছেড়েছেন ১.৫ লক্ষের বেশি