পার্থ চট্টোপাধ্যায়ের (Partha Chatterjee) যাত্রাপথ নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা। CGO কমপ্লেক্সে নয়, বরং আলিপুরের দিকে এগিয়ে চলেছে পার্থ চট্টোপাধ্যায়ের কনভয়। কোথায় নিয়ে যাওয়া হচ্ছে পার্থ চট্টোপাধ্যায়কে?

সকাল দশটা নাগাদ নাকতলার বাড়ি থেকে গ্রেফতার করা হয়েছে প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে। তারপর সিজিও কমপ্লেক্সে নয় বরং সায়েন্স সিটি থেকে সোজা বাঁদিকে অর্পিতা মুখোপাধ্যায়ের(Arpita Mukherjee) বাড়ির দিকে এগিয়ে চলেছেন ইডির আধিকারিকরা। সূত্রের খবর অর্পিতা মুখোপাধ্যায়ের বাড়িতেই নিয়ে যাওয়া হচ্ছে রাজ্যের মন্ত্রীকে। কোটি কোটি টাকার উৎস খুঁজতে মুখোমুখি বসিয়ে পার্থ-অর্পিতাকে জিজ্ঞাসাবাদ করতে চলেছে ইডি। এমন সম্ভাবনাই ক্রমশ জোরালো হচ্ছে।