কেন্দ্রের জনবিরোধী নীতির প্রতিবাদ করায় রাজ্যসভার (Rajya Sabha) অধিবেশন থেকে এই সপ্তাহের জন্য সাসপেন্ড (Suspend) ৭ তৃণমূল (TMC) সাংসদ। পেট্রোপণ্যের অস্বাভাবিক মূল্য বৃদ্ধি-সহ বিভিন্ন জনবিরোধী নীতির প্রতিবাদে মঙ্গলবার, রাজ্যসভায় স্লোগান দেন তৃণমূল সাংসদ সুস্মিতা দেব, ডাঃ শান্তনু সেন, দোলা সেন-সহ অন্যান্যরা। এর জেরে ডাঃ শান্তনু সেন, দোলা সেন, সুস্মিতা দেব, নাজিমুল হক, আবিররঞ্জন বিশ্বাস, শান্তা ছেত্রী, মৌসম বেনজির নূর-কে এই সপ্তাহের জন্য সাসপেন্ড করা হয়।

এই ঘটনা নিয়ে তীব্র কটাক্ষ করেছেন তৃণমূল সাংসদ ডেরেক ও‘ব্রায়েন (Derek O’Brien)। তিনি বলেন, কেন্দ্রের মোদি সরকার গণতন্ত্রকে আগেই সাসপেন্ড করেছে। সেখানে সাংসদরা উচিত কথা বলায় সাসপেন্ড করা হয়েছে। তৃণমূল নেতা তথা তাপস রায় (Tapas Ray) তোপ দেগে বলেন, বিরোধীদের কণ্ঠ রোধ করতে চাইছে কেন্দ্রীয় সরকার। আগে বলত, কংগ্রেস-মুক্ত ভারত চাই। এখন বিরোধী-মুক্ত দেশ গড়তে চাইছে।
