আম দিয়ে ফেসপ্যাক! ত্বকের যত্নে কীভাবে ব্যবহার করবেন আম

এই বর্ষায় (Monsoon) আর কিছু করুন বা না করুন, ত্বকের যত্ন নিন। কারণ আবহাওয়ার খামখেয়ালীপনায় সব থেকে ক্ষতিগ্রস্ত হতে পারে আপনার ত্বক (Skin)। প্রয়োজনীয় ব্যবস্থা না নিলে পরে বড় সমস্যা হতে পারে। আজ আপনার পছন্দের ফল দিয়েই রূপচর্চার টিপস (Beauty tips) দেব আমরা। আপনি কি জানেন ফলের রাজা আম (Mango)শুধু খেতে ভালো তাই নয় আপনার ত্বকের জেল্লা ফেরাতেও ভীষণ ভাবে কার্যকরী। বাইরে থেকে বাজারজাত দ্রব্য না কিনে এনে ঘরেই বানিয়ে ফেলুন ফেসপ্যাক (face pack) আর তা মুখে লাগিয়ে দিব্যি তফাতটা দেখে নিন।

আপনি নিশ্চয়ই আম খেতে ভালোবাসেন? আমের রস হোক বা স্লাইস করে দু এক টুকরো মুখে তুলে নেওয়া কাজের ফাঁকে। আম দেখলে নিজেকে সামলান মুশকিল শুধু নয় প্রায় অসম্ভব। এবার সেই আম না খেয়ে মুখে লাগান, ভাবতেও পারবেন না কীভাবে আপনার ত্বক আকর্ষণীয় হয়ে উঠবে। আমের শাঁস দিয়ে ঘরোয়া পদ্ধতিতে তৈরি করা যায় ফেসপ্যাক এবং স্ক্রাব যার সাহায্যে ত্বকের যত্ন নিতে পারবেন আপনি। আর এক্ষেত্রে বাজারজাত দ্রব্য বা কোনও রাসায়নিকের উপর নির্ভর করতে হবে না আপনাকে। আসলে আমের পুষ্টিগুণ প্রচুর । ভিটামিন এবং অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে আমের মধ্যে। এবার সেই আম থেকেই প্যাক তৈরি করুন সহজে। বেশি কিছু নয়, আমের পাল্পের সঙ্গে মিশিয়ে নিন এক চামচ পাতিলেবুর রস। আর স্নানের আগে এই প্যাক মুখে মেখে নিন। ২০ থেকে ২৫ মিনিট রেখে দিয়ে যখন তা শুকিয়ে আসবে তারপর জল দিয়ে পরিষ্কার করে ধুয়ে নিন। পাকা আমের শাঁসের সঙ্গে কাঁচা দুধ এবং বাদাম মিশিয়েও ফেস স্ক্রাব তৈরি করে নিতে পারেন আপনি। স্কিনের ডেড সেল তুলে ফেলতে এই স্ক্রাব খুব প্রয়োজনীয়। কীভাবে করবেন জানাব আপনাকে। একটা বাটিতে ২ চামচ পাকা আমের শাঁসের সঙ্গে সামান্য কাঁচা দুধ এবং বাদামের গুঁড়ো মিশিয়ে তৈরি করে নিতে পারেন এই ফেস স্ক্রাব। তবে মাথায় রাখবেন এই সব কিছু করতে আপনার প্রয়োজন পাকা আম। কাঁচা আম ভুল করেও ব্যবহার করবেন না যেন!