আশঙ্কাই সত্যি হল। চোটের কারণে কমনওয়েলথ গেমস (Commonwealth Games) থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিলেন টোকিও অলিম্পিক্সে (Tokyo Olympic) সোনার পদক জয়ী নীরজ চোপড়া (Neeraj Chopra)। ভারতের অলিম্পিক্স সংস্থাকে ইতিমধ্যেই নীরজ জানিয়েছেন যে, কমনওয়েলথ গেমসে নামতে পারবেন না তিনি। সম্প্রতি বিশ্ব চ্যাম্পিয়নশিপে দেশকে রুপোর পদক এনে দিয়েছিলেন নীরজ। সেই বিশ্ব চ্যাম্পিয়নশিপ ফাইনালেই চোট পেয়ে কমনওয়েলথ গেমসে অংশগ্রহণের স্বপ্ন শেষ হয়ে গেল নীরজের।

এই নিয়ে এদিন অলিম্পিক্স সংস্থার মহাসচিব রাজীব মেহতা বলেন, “কমনওয়েলথ গেমসে খেলতে পারবেন না নীরজ চোপড়া। বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপের ফাইনালে চোট পান তিনি। আমাদেরকে জানিয়েছেন উনি। কঠিন সময়ে আমরা তাঁর পাশে সবসময় রয়েছি। একইসঙ্গে তাঁর দ্রুত আরোগ্য কামনা করছি ৷”

২০১৮ সালে কমনওয়েলথ গেমসে সোনা জিতেছিলেন নীরজ। সে বছর এশিয়ান গেমসেও সোনা জিতেছিলেন তিনি। গতবছর টোকিও অলিম্পিক্সে দেশকে সোনার পদক এনে দিয়েছেন নীরজ। ৪৮ ঘণ্টা আগেও বিশ্ব চ্যাম্পিয়নশিপে দেশকে রুপোর পদক এনে দিয়েছেন তিনি। তাই কমনওয়েলথ গেমসে নীরজের না থাকা ভারতের পদক জয়ের স্বপ্নে বড় ধাক্কা।

আরও পড়ুন:Mithali Raj: অবসর ভেঙে আবারও ক্রিকেটে ফিরতে চাইছেন মিতালি