কমনওয়েলথ গেমসে আরও একটি সোনার পদক, ভারোত্তোলনে সোনা পেলেন জেরেমি

চার বছর আগে যুব অলিম্পিক্সে সোনা জিতেছিলেন জেরেমি লালরিন্নুঙ্গা। সোনা জিতেছিলেন কমনওয়েলথ চ্যাম্পিয়নশিপেও।

কমনওয়েলথ গেমসে (Commonwealth Games) আরও একটি সোনার পদক জয় ভারতের (India)। রবিবার ভারোত্তোলনে সোনা  পেলেন জেরেমি লালরিন্নুঙ্গা (Jeremy Lalrinnunga) মীরাবাই চানুর পর ভারোত্তোলনে আরও একটি সোনা পেল ভারত। ক্লিন অ্যান্ড জার্ক বিভাগে ১৬০ কেজি তুললেন জেরেমি। তুললেন মোট ৩০০ কেজি। কমনওয়েলথ গেমসের নতুন রেকর্ড ভারতীয় তরুণের হাত ধরে। কনুইয়ে চোট লাগলেও তাতে দমে যাননি জেরেমি। সেই চোটকে উপেক্ষা করে সোনা জয় জেরেমির।

চার বছর আগে যুব অলিম্পিক্সে সোনা জিতেছিলেন জেরেমি লালরিন্নুঙ্গা। সোনা জিতেছিলেন কমনওয়েলথ চ্যাম্পিয়নশিপেও। এবার সোনা এল কমনওয়েলথ গেমসেও। স্ন্যাচিংয়ে তাঁর বিভাগে রেকর্ড গড়লেন জেরেমি। ১৪০ কিলো তোলেন তিনি। কমনওয়েলথ গেমসে ৬৭ কিলো বিভাগে যা রেকর্ড।

আরও পড়ুন:কমনওয়েলথ গেমসে রুপোর পদক জিতে পরবর্তী লক্ষ‍্যের কথা জানিয়ে দিলেন বিদ‍্যারানী

 

Previous articleদিল্লি সফরে অবিজেপি মুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠকের সম্ভাবনা মমতার, জল্পনা সোনিয়াকে নিয়েও
Next articleCorona Update: বাড়ল অ্যাকটিভ কেস, চিন্তা বাড়াচ্ছে দেশের করোনা পরিসংখ্যান