মন্ত্রিসভার রদবদলের আগের দিন জরুরি বৈঠক ডাকলেন মুখ্যসচিব

একসঙ্গে ১০ দফতরকে নিয়ে কাজের পর্যালোচনা বৈঠক করবেন মুখ্যসচিব।

রাজ্য মন্ত্রিসভার রদবদল বুধবার। ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। তার আগে মঙ্গলবার, নবান্নে জরুরি বৈঠক ডেকছেন মুখ্যসচিব (Chief Secretary) হরিকৃষ্ণ দ্বিবেদী (Harikrishna Dwibedi)৷ একসঙ্গে ১০ দফতরকে নিয়ে কাজের পর্যালোচনা বৈঠক করবেন মুখ্যসচিব।বৈঠকে থাকবেন পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন, পূর্ত, ভূমি ও ভূমি রাজস্ব, জনস্বাস্থ্য ও কারিগরি, কৃষি, সেচ, ক্ষুদ্র, মাঝারি ও কুটির শিল্প দফতর, পর্যটন এবং তথ্য ও সংস্কৃতি দফতরের সচিব ও উচ্চপদস্থ আধিকারিক। বিকেল চারটের ওই বৈঠকে সব জেলার জেলাশাসকদেরও ভিডিও কনফারেন্সিং-এর মাধ্যমে উপস্থিত থাকতে নির্দেশ দেওয়া হয়েছে।

নবান্ন সূত্রে খবর, কোন কোন প্রকল্প এখনও শুরু হয়েছে, কাজের অগ্রগতি কতটা হল, কী কী প্রকল্পের কাছ পিছিয়ে পড়েছে এই সব নিয়েও এদিনের বৈঠক। দশ দফতরের মূল্যায়ন হবে বলেও জল্পনা।

 

 

 

Previous articleএক কোটি ঘুষ নিয়েছেন, ইডির দাবি ওড়ালেন রাউত
Next articleপার্থকে লক্ষ্য করে জুতো ছুঁড়লেন মহিলা! বললেন “টাকে লাগলে খুশি হতাম”