Monday, July 7, 2025

Monkey pox: মাঙ্কিপক্স নিয়ে বাড়ছে দুশ্চিন্তা, এবার সংক্রমণের থাবা রাজস্থানে

Date:

Share post:

একদিকে করোনা নিয়ে বাড়ছে উদ্বেগ, তার সঙ্গে দোসর মাঙ্কিপক্স (Monkey Pox)। ইতিমধ্যেই ভারতে চওড়া হচ্ছে মাঙ্কি পক্সের থাবা। ইতিমধ্যেই মৃত্যুর ঘটনাও ঘটেছে কেরলে (Kerala)। ত্রিশূরে প্রথম মাঙ্কিপক্সে সংক্রমিত হয়ে মৃত্য়ু হয়েছে ২২ বছরের এক যুবকের। সংযুক্ত আরব আমিরশাহি থেকে কেরলে ফেরেন ওই যুবক। বিদেশে থাকাকালীন-ই ওই যুবক মাঙ্কিপক্সে আক্রান্ত হন। এরপরেই তাঁর মৃত্যু হয়। এবার সংক্রমিতের হদিশ মিল রাজস্থানে (Rajasthan), আক্রান্ত যুবকের বয়স ২০ বছর। ইতিমধ্যেই তাঁকে আইসলেশনে রাখা হয়েছে বলে জানা যাচ্ছে। তাঁর নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পুনের ন্যাশনাল ইনস্টিটিউট অফ ভাইরোলজিতে (National Institute of Virology)পাঠান হয়েছে।

ক্রমাগত বাড়ছে মাঙ্কিপক্সের সংক্রমণ। প্রাথমিক ভাবে মনে করা হচ্ছিল যে ‘ড্রপলেট’-এর মাধ্যমে ছড়াচ্ছে এই রোগ। কিন্তু এখন নানা উপসর্গের পরীক্ষা করে বিশেষজ্ঞরা বলছেন যৌন সম্পর্ক থেকেও এই রোগ ছড়াতে পারে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা (World Health Organization) ইতিমধ্যেই এই রোগ নিয়ে নানা সতর্কতা জারি করেছে। বিশ্ব জুড়ে ৭৫টি দেশে মাঙ্কিপক্স সংক্রমণের ঘটনা ঘটেছে। রাষ্ট্রসংঘও এ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে। এবার মাঙ্কিপক্সকে ‘গ্লোবাল পাবলিক হেল্থ ইমার্জেন্সি’ হিসেবে ঘোষণা করা হয়েছে। ভারতে চারটি মাঙ্কিপক্স কেস ধরার পড়ার পর থেকে উদ্বেগ বেড়েছে। ভারতে মাঙ্কিপক্সে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ৬। এরই মধ্যে এই রোগের প্রতিষেধক নিয়ে জানিয়েছেন ভ্যাকসিন প্রস্তুতকারক আদর পুনাওয়ালা। তিনি বলেছেন যে ভারতের সেরাম ইনস্টিটিউট ড্যানিশ গুটিবসন্ত ভ্যাকসিনের কয়েক মিলিয়ন ডোজ আমদানি করতে নিজে থেকেই খরচ করছে। যা মাঙ্কিপক্স চিকিত্সার জন্য ব্যবহার করা যেতে পারে। পাশাপাশি সেরাম ইনস্টিটিউট (Serum Institute) নোভাভ্যাক্সের সঙ্গে যৌথ ভাবে মাঙ্কিপক্সের জন্য একটি নতুন মেসেঞ্জার আর এন এ (mRNA)ভ্যাকসিন নিয়ে কাজ করা শুরু করেছে।


spot_img

Related articles

হিমাচলে হড়পা বানের দুর্যোগে জোরকদমে চলছে উদ্ধারকাজ, ধ্বংসস্তূপে আটকে অন্তত ৩০

হিমাচলের (Himachal Pradesh) প্রাকৃতিক দুর্যোগের জেরে বিধ্বস্ত জনজীবন। ফের বৃষ্টি বাড়ার পূর্বাভাস মৌসম ভবনের। হড়পা বানের (Flash Flood)...

মহাকাশ স্টেশনের ‘কুপলা’ থেকে পৃথিবী দর্শন শুভাংশুর

ভারতীয় মহাকাশ বিজ্ঞানে ইতিহাস তৈরি করে দু সপ্তাহের জন্য আন্তর্জাতিক স্পেস স্টেশনে (International Space Station) কাটানোর সুযোগ প্রাপ্ত...

ফিটাস ইন ফিটু: ঝাড়খণ্ডে জন্ম নেওয়া শিশুর পেটে মিলল অপরিণত যমজ!

এক নবজাতকের পেটের ভিতরে গঠিত হচ্ছিল তারই যমজ ভ্রূণ! অবিশ্বাস্য মনে হলেও বাস্তব এই ঘটনা ঘটেছে ঝাড়খণ্ড রাজ্যে।...

সোমবার ফের চালু হচ্ছে সাউথ ক্যালকাটা ল’ কলেজ 

সোমবার থেকে আংশিকভাবে খুলে যাচ্ছে কসবার সাউথ ক্যালকাটা ল’ কলেজ। উচ্চশিক্ষা দফতর, কলেজ পরিচালন সমিতি ও কলেজ কর্তৃপক্ষের...