Kolkata: রাজভবনে আগামিকাল নতুন মন্ত্রীদের শপথ

মুখ্যমন্ত্রী বলেন, অনেকেই জল্পনা করছিলেন কামরাজ মডেলে মন্ত্রিসভা ভেঙে নতুন মন্ত্রিসভা গঠিন হবে। কিন্তু তেমন কোনও পরিকল্পনা তাঁদের নেই বলে জানান মুখ্যমন্ত্রী। তিনি বলেন, বুধবার, ছোট রদবদল হবে। নতুন ৫-৬ জনকে দায়িত্বে আনা হবে।

বুধবারই হবে রাজ্য মন্ত্রিসভার রদবদল। আগেই ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। এবার নতুন মন্ত্রীদের শপথগ্রহণের সময় জানিয়ে আমন্ত্রণপত্র প্রকাশ করলেন মুখ্যসচিব (Chief Secretary) হরিকৃষ্ণ দ্বিবেদী (Harikrishna Dwibedi)৷ বুধবার, বিকেল ৪টের সময় রাজভবনের থ্রোন রুমে নতুন মন্ত্রীদের শপথবাক্য পাঠ করাবেন রাজ্যপাল লা গণেশন। উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী।

কামরাজ মডেলে মন্ত্রিসভা ভাঙার কোনও পরিকল্পনা নেই, তবে রদবদল হবে- সোমবার, মন্ত্রিসভার বৈঠকের পরে সাংবাদিক বৈঠকে জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী। বুধবার, বিকেল চারটে ফের এই বিষয়ে জানানো হবে বলেও জানান তিনি। এবার শপথের সময় জানিয়ে গিলেন মুখ্যসচিব।

ওইদিন মুখ্যমন্ত্রী বলেন, সুব্রত মুখোপাধ্যায় (Subrata Mukharjee), সাধন পাণ্ডের (Sadhan Pandey) মৃত্যুতে তাঁদের দায়িত্বে থাকা দফতর সামলানোর জন্য কাউকে দায়িত্ব দেওয়া দরকার। এর পাশাপাশি জেলে রয়েছেন পার্থ চট্টোপাধ্যায় (Partha Chaterjee)। সেই কারণেই মন্ত্রিসভার রদবদল হবে। অনেকগুলি দফতর তাঁর হাতে চলে এসেছে। সেগুলি সবার মধ্যে ভাগ করে দিতে চান তিনি। মুখ্যমন্ত্রী বলেন, অনেকেই জল্পনা করছিলেন কামরাজ মডেলে মন্ত্রিসভা ভেঙে নতুন মন্ত্রিসভা গঠিন হবে। কিন্তু তেমন কোনও পরিকল্পনা তাঁদের নেই বলে জানান মুখ্যমন্ত্রী। তিনি বলেন, বুধবার, ছোট রদবদল হবে। নতুন ৫-৬ জনকে দায়িত্বে আনা হবে। ৪-৫ জনকে মন্ত্রিসভা থেকে সরিয়ে দলের দায়িত্ব দেওয়া হবে বলে বলেও জানান মমতা।


Previous articleপাটুলি থেকে পণ্ডিতিয়া, শহরজুড়ে পার্থ বান্ধবী অর্পিতার ফ্ল্যাট-দোকানে ইডির হানা
Next articleEntertainment: ইনি কি শাহরুখ নাকি অন্য কেউ, ছবি দেখে চেনা দায় !