Sunday, December 28, 2025

কাদের মাধ্যমে কীভাবে পার্থ-অর্পিতা টাকা লেনদেন করতেন? ইডির হাতে নামের তালিকা

Date:

Share post:

যতই স্বাস্থ্য পরীক্ষা করতে গিয়ে পার্থ বান্ধবী অর্পিতা চেঁচিয়ে চেঁচিয়ে দাবি করুন, টাকার উৎস তাঁর জানা নেই। তাঁর অজান্তে বা অনুপস্থিতিতে ফ্ল্যাটে টাকা ঢুকেছে, সেই ছেদো যুক্তি মানতে নারাজ ইডি। কারণ, তদন্তে নেমে শুধু কোটি কোটি নগদ নয়, এজেন্সির হাতে উঠে আসছে চাঞ্চল্যকর সব তথ্য। যেখানে পার্থ চট্টোপাধ্যায় ও অর্পিতা মুখোপাধ্যায়ের নামে একের পর এক সম্পত্তির হদিশ মিলছে।

আগেই অর্পিতার নামে থাকা ৬টি কোম্পানির হদিশ পেয়েছিল ইডি। মিলেছিল পার্থ চট্টোপাধ্যায়ের আত্মীয়দের নামে থাকা কোম্পানির হদিশও। তবে এই প্রথম এমন দুটি সংস্থার হদিশ মিলল, যা যৌথভাবে পার্থ-অর্পিতার নামে রয়েছে। কলকাতার ঠিকানায় ২০১১- ২০১২ সালে রেজিস্ট্রশেন হয় ওই কোম্পানি দুটির। দুটি কোম্পানিতেই ডিরেক্টর হিসেবে নাম রয়েছে পার্থ-অর্পিতার।

একই সঙ্গে নতুন করে যে তথ্য ইডির হাতে এসেছে, সেখানে আরও দুটি ব্র্যান্ডেড গাড়ির বুকিং হয়েছিল অর্পিতার নামে। খুব তাড়াতাড়ি সেগুলি ডেলিভারি হওয়ার কথা ছিল।অন্যদিকে, এখনও উধাও অর্পিতার চারটি বিলাসবহুল গাড়ি। যে গাড়িগুলিতে কোটি কোটি টাকা বোঝাই আছে বলেই ধারণা তদন্তকারীদের। টাকা অন্যত্র সরিয়ে ফেলার জন্যই গাড়িগুলি ব্যবহার করা হয়েছে। হন্যে হয়ে সেগুলির খোঁজ চালাচ্ছে ইডি।

আবার অর্পিতার বাড়ি থেকে বাজেয়াপ্ত ৩টি ডায়েরি ও নোটবুকে মিলেছে টাকা লেনদেনের হিসেব। এই অবৈধ লেনদেনের সঙ্গে আরও কারা যুক্ত ছিলেন, কারা অর্পিতার ফ্ল্যাটে টাকা পৌঁছে দিত, ফ্ল্যাট থেকে টাকা কাদের মাধ্যমে অন্যত্র যেত, এই ডায়েরিগুলি থেকে সেই সমস্ত গুরুত্বপূর্ণ নথি মিলেছে বলে ইডি সূত্রে খবর।


spot_img

Related articles

রাসেলের অপেক্ষায় কোচ সৌরভ, হারলেও দলকে ইতিবাচক থাকার বার্তা

হার দিয়েই কোচিং কেরিয়ারে অভিষেক হয়েছে সৌরভ গঙ্গোপাধ্যায়ের(Sourav Ganguly)।দক্ষিণ আফ্রিকার টি-টোয়েন্টি লিগের দল প্রিটোরিয়া ক্যাপিটালসের হেডকোচের ভূমিকাতে শনিবার...

দরিদ্র রোগী, না মুখ্যমন্ত্রী? ডাক্তারের কাছে কে গুরুত্বপূর্ণ, যোগীকে শেখালেন বাঙালি চিকিৎসক

যেখানে সরকারি চোখ রাঙানিতে বিজেপি শাসিত রাজ্যগুলিতে কার্যত বেহাল প্রশাসন, পুলিশ। সাধারণ মানুষের থেকে নেতা, মন্ত্রীদের তাবেদারিতে তৎপর...

‘ইতিহাস সব দেখছে, বাংলা ক্ষমা করবে না’, এসআইআরের চাপে BLO মৃত্যুতে পোস্ট অভিষেকের 

এসআইআরের চাপ নিতে না পেরে আত্মহত্যা করেছেন বাঁকুড়ার রানিবাঁধ এলাকার এক BLO হারাধন মণ্ডল। সুইসাইড নোটে স্পষ্ট জানিয়ে...

জামিনের আবেদন খারিজ, জেল হেফাজতের সময়সীমা বাড়ল শতদ্রুর

যুবভারতী ক্রীড়াঙ্গনে ও বিশৃঙ্খলার ঘটনায় গ্রেফতার মূল উদ্যোক্তা শতদ্রু দত্তের(Shatadru Dutta )১৪ দিনের পুলিশি হেফাজতের মেয়াদ এদিন শেষ...