পার্থ চট্টোপাধ্যায়ের পর এবার জোকা ইএসআই হাসপাতালে ঢোকার মুখে বিস্ফোরক মন্তব্য করলেন তাঁর ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায়। সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেন, ‘টাকা আমার নয়। আমার অনুপস্থিতিতে আমার অজান্তে টাকা ঢোকানো হয়েছে।’
আরও পড়ুন:কড়া নিরাপত্তা বেষ্টনীর মধ্যে আজ ফের স্বাস্থ্যপরীক্ষা পার্থ-অর্পিতার

হাইকোর্টের নির্দেশমতো মঙ্গলবার স্বাস্থ্যপরীক্ষার জন্য ইডির হেফাজতে থাকা পার্থ চট্টোপাধ্যায় ও অর্পিতা মুখোপাধ্যায়কে জোকা ইএসআই হাসপাতালে নিয়ে আসেন ইডি আধিকারিকরা। সেইসময় সাংবাদিকদের প্রশ্নের উত্তরে পার্থ চট্টোপাধ্যায় মুখে কুলুপ আঁটলেও এদিন অর্পিতার দাবি,’টাকা আমার নয়’। তবে অর্পিতার এই বিস্ফোরক মন্তব্যে নতুন করে ধোঁয়াশা তৈরি হয়েছে।
এদিকে ইডি সূত্রের খবর, মিডিয়ার সামনে পার্থ ও অর্পিতা যাই বলুক না কেন, টাকার উৎস প্রসঙ্গে ইডি প্রশ্ন করলে কোনও সদুত্তর দিতে পারছেন না কেউই। অর্পিতা কিছুটা সহযোগীতা করলেও পার্থ চট্টোপাধ্যায় একবারের জন্য টাকার উৎস নিয়ে কোনও উত্তর দিতে পারেননি।
