দুই জমানায় মন্ত্রী বাবা-ছেলে, উত্তরবঙ্গে বিরল: শপথ নিয়ে বললেন উদয়ন

বাবা ছিলেন বাম জমানায় দাপুটে ফরওয়ার্ড ব্লক নেতা, দীর্ঘদিনের মন্ত্রী। প্রয়াত কমল গুহর (Kamol Guha) পুত্র উদয়ন গুহ (Udayan Guha) এখন তৃণমূলে। এবার তিনি প্রথমবার মন্ত্রী হলেন। উত্তরবঙ্গ উন্নয়ন দফতরের দায়িত্ব গিয়েছে তাঁর হাতে। বুধবার, রাজভবনে শপথ নেওয়ার পরে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তিনি বলেন, উত্তরবঙ্গে এই দৃষ্টান্ত বিরল। বাবা-ছেলে দুই জমানায় মন্ত্রী। তাঁকে কাজের সুযোগ দেওয়ার জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে (Mamata Banerjee) ধন্যবাদ জানান উদয়ন।

২১-এর বিধানসভা নির্বাচনে বিপুল ভোটে জয়ী হয়ে তৃতীয়বার মুখ্যমন্ত্রী হওয়ার পরে উত্তরবঙ্গ উন্নয়ন দফতরের ভার নিজের হাতেই রেখেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। প্রতিমন্ত্রী সাবিনা ইয়াসমিন। এবার উত্তরবঙ্গ উন্নয়নের ভার দিনহাটার বিধায়কের হাতেই দিলেন মুখ্যমন্ত্রী। উত্তরবঙ্গে সংগঠন মজুবত করার জন্য এর আগেও পদক্ষেপ করে শাসকদল। এবার, উত্তরবঙ্গের নেতা-বিধায়ককে মন্ত্রিত্ব দিয়ে সেই কাজ আরও পোক্ত করা হল বলে মনে করছে রাজনৈতিক মহল।

আরও পড়ুন- বেজায় চটলেন সুন্দর পিচাই, তবে কি কর্মী ছাঁটাইয়ের পথে গুগল? জল্পনা তুঙ্গে!

Previous articleরদবদলের পর রাজ্য মন্ত্রিসভায় কোন দফতর কার হাতে
Next articleইয়ং ইন্ডিয়ার দফতরে তালা দিল ইডি, প্রতিবাদে সরব রাহুল-খাড়গে