লাগাতার উত্থানের পর অবশেষে ধাক্কা শেয়ারবাজারে, ৫১ পয়েন্ট নামল সেনসেক্স

🔹সেনসেক্স ৫৮,২৯৮.৮০ (⬇️ -০.০৯%)
🔹নিফটি ১৭,৩৮২.০০ (⬇️ -০.০৪%)

দেশজুড়ে বাড়তে থাকা করোনা পরিস্থিতির মাঝেও অর্থনীতিকে আশার আলো দেখিয়ে ৬১ হাজারের গণ্ডি পার করেছিল শেয়ারবাজার। তবে যুদ্ধ পরিস্থিতিতে গুরুতর রক্তক্ষরণের পর মাঝে কিছুটা ঊর্ধ্বমুখী হলেও ফের ধাক্কা খেল বাজার। বৃহস্পতিবার নিম্নমুখী হলো সেনসেক্সের সূচক। এদিন ৫১ পয়েন্ট নামল সেনসেক্সের সূচক। পাশাপাশি নিফটি নেমেছে ৬ পয়েন্ট। যদিও এই পরিস্থিতি সামলে শেয়ারবাজার ফের ঘুরে দাঁড়াবে বলে আশা রাখছেন বিশেষজ্ঞরা।

এদিনের বাজার রিপোর্ট অনুযায়ী, বিএসই সেনসেক্স (BSE Sensex) -৫১.৭৩ পয়েন্ট বা -০.০৯ শতাংশ নেমে দাঁড়িয়েছে ৫৮,২৯৮.৮০। এনএসই নিফটি (NSE Nifty) -৬.১৮ পয়েন্ট বা -০.০৪ শতাংশ নেমে হয়েছে ১৭,৩৮২.০০।

Previous articleসৌদি আরবের হিন্দু সভ্যতার খোঁজ, মিললো পুরনো মন্দির-বেদি
Next articleEmami EastBengal: সকালে শহরে পা রেখেই দুপুরে দল নিয়ে অনুশীলনে কনস্ট‍্যানটাইন