কমনওয়েলথ গেমসে বার্বাডোজের বিরুদ্ধে খেলতে নেমে অনন্য নজির গড়লেন রেনুকা

বার্বাডোজের বিরুদ্ধে ৪ উইকেট নেওয়ার আগে কমনওয়েলথ গেমসে ক্রিকেটের প্রথম ম্যাচে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ৪ উইকেট নেন রেনুকা। ৪ ওভার বল করে ১৮ রান দিয়ে ৪ উইকেট নিয়েছিলেন তিনি।

বুধবার কমনওয়েলথ গেমসে (Commonwealth Games) বার্বাডোজের (Barbados) বিরুদ্ধে খেলতে নেমে অনন্য নজির গড়লেন রেনুকা সিং (Renuka Singh)। বার্বাডোজের বিরুদ্ধে ৪ উইকেট নিয়ে বিশ্বরেকর্ড গড়ে ফেলেছেন তিনি। রেনুকাই প্রথম ভারতীয় পেসার, যিনি পূর্ণ সদস্যের জাতীয় দলের বিরুদ্ধে একই টি-২০ সিরিজে একাধিক বার চার উইকেট বা তার বেশি উইকেট নিয়েছেন।

বার্বাডোজের বিরুদ্ধে ৪ উইকেট নেওয়ার আগে কমনওয়েলথ গেমসে ক্রিকেটের প্রথম ম্যাচে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ৪ উইকেট নেন রেনুকা। ৪ ওভার বল করে ১৮ রান দিয়ে ৪ উইকেট নিয়েছিলেন তিনি। বুধবার বার্বাডোজের বিরুদ্ধে আবার ৪ ওভার বল করে ১০ রান দিয়ে ৪ উইকেট নেন ভারতীয় পেসার। কমনওয়েলথ গেমসে পাকিস্তানের বিরুদ্ধে ৪ ওভারে ২০ রান দিয়ে নিয়েছিলেন ১ উইকেট।

বুধবার কমনওয়েলথ গেমসে বার্বাডোজের বিরুদ্ধে খেলতে নেমে ১৬২ রান করে হরমনপ্রীত কৌরের দল। জবাবে ব‍্যাট করতে নেমে ভারতীয় বোলারদের দাপটে মাত্র ৬২ রানেই গুটিয়ে যায় বার্বাডোজের ইনিংস। ১০০ রানে জয় পায় টিম ইন্ডিয়া। এই জয়ের ফলে কমনওয়েলথ গেমসের সেমিফাইনালে পৌঁছে গেল টিম ইন্ডিয়া।

আরও পড়ুন:India Team: স্বস্তির খবর ভারতীয় দলে, ভিসা সমস্যা কাটল দ্রাবিড়-রোহিতদের

 

Previous articleবড় ঘোষণা রাজ্যের: KLO জঙ্গিরা আত্মসমর্পণ করলে মিলবে বিপুল অঙ্কের টাকা
Next articleম্যাকাউটের উপাচার্য অপসারণের বিজ্ঞপ্তি খারিজ আদালতের, ডিভিশন বেঞ্চে রাজ্য