দায়িত্ব নিয়েই সুখবর শোনালেন পুলক রায়, পুজোর আগেই খুলবে টালা ব্রিজ

পুজোর আগে এই দুটি প্রকল্পের কাজ শেষ করার জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) স্পষ্ট নির্দেশ রয়েছে। দফতরের ইঞ্জিনিয়াররা যুদ্ধকালীন তৎপরতায় কাজ করছেন। পুজোর আগেই টালা ব্রিজ সবার জন্য খুলে দিতে তাঁরা বদ্ধ পরিকর।

নিত্যযাত্রী-সহ উত্তর কলকাতাবাসীর জন্য সুখবর। পুজোর আগেই খুলে দেওয়া হবে টালা ব্রিজ (Tala Bridge)। আলিপুরে প্রস্তাবিত ‘ধনধান্যে’ অডিটোরিয়ামের কাজও পুজোর আগেই শেষ করা হবে বলে জানিয়েছেন সদ্য দায়িত্বপ্রাপ্ত পূর্তমন্ত্রী পুলক রায় (Pulak Ray)।

বৃহস্পতিবার, নবান্নে (Nabanna) আনুষ্ঠানিকভাবে দফতরের দ্বায়িত্বভার গ্রহণ করার পরে দফায় দফায় দফতরের সচিব এবং ইঞ্জিনিয়ারদের সঙ্গে বৈঠক করেন তিনি। পরে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি জানান, পুজোর আগে এই দুটি প্রকল্পের কাজ শেষ করার জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) স্পষ্ট নির্দেশ রয়েছে। দফতরের ইঞ্জিনিয়াররা যুদ্ধকালীন তৎপরতায় কাজ করছেন। পুজোর আগেই টালা ব্রিজ সবার জন্য খুলে দিতে তাঁরা বদ্ধ পরিকর।

Previous articleন্যান্সির সফরের পর তাইওয়ান সীমান্তে সামরিক মহড়া চিনের, চলল ক্ষেপণাস্ত্র
Next article৩ আগস্ট থেকে ৩ আগস্ট, বৃত্ত সম্পূর্ণ ! দিদির নির্দেশে এবার শুধু মন দিয়ে কাজ করবেন বাবুল