Sunday, January 18, 2026

‘ষড়যন্ত্রী’ কে স্পষ্ট বলুক: পার্থর উদ্দেশ্যে বললেন তাপস রায়

Date:

Share post:

এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় ধৃত পার্থ চট্টোপাধ্যায়ের (Partha Chatterjee) ষড়যন্ত্রের তত্ত্ব নিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন বিধানসভার উপ মুখ্যসচেতক তথা বরানগরের তৃণমূল বিধায়ক তাপস রায় (Tapas Roy)। তাঁর বিরুদ্ধে ষড়যন্ত্র হয়েছে বলে সম্প্রতি সংবাদ মাধ্যমের সামনে মন্তব্য করেছেন অভিযুক্ত পার্থ চট্টোপাধ্যায়। সেই প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে খোঁচা দেন তাপস রায়। বলেন, “কী ষড়যন্ত্র সেটা ইডিকে, আদালতকে বলুক।“

এরপরেই বিস্ফোরক মন্তব্য বর্ষীয়ান এই রাজনীতিবিদের। পার্থর নাম না করে তাপস রায় বলেন, “আসলে ‘ও’ সারাজীবন বোধহয় কিছু মানুষের বিরুদ্ধে ষড়যন্ত্র করে এসেছে। তাই ষড়যন্ত্র কথাটার সঙ্গে হয়তো প্রত্যক্ষ সম্পর্ক আছে। এখন সব কিছুর মধ্যে ষড়যন্ত্র দেখছে।”

তীব্র কটাক্ষ করে তাপস রায় বলেন, যিনি যা করেন, তাঁর ক্ষেত্রে কোনও ঘটনা ঘটলে অবচেতনে সবটাই সেই প্রেক্ষাপট থেকেই ভাবেন বলে মত মনোবিদদের। যদি কেউ ষড়যন্ত্র করেন, তাহলে তিনি নিজেও ষড়যন্ত্রের তত্ত্ব খুঁজে পান। পার্থ নাম না করলেও এই বিষয় নিয়ে তাপসের ইঙ্গিত স্পষ্ট। SSC কাণ্ডে গ্রেফতার হওয়ার পরেই পার্থ ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায়ের (Arpita Mukharjee) বিভিন্ন ফ্ল্যাট-বাড়ি থেকে উদ্ধার হচ্ছে রাশি রাশি টাকা, তাল তাল সোনা, গুরুত্বপূর্ণ নথি-দলিল। তার অনেক কিছুই পার্থ ও অর্পিতার যৌথ সম্পত্তি বলে ইডি সূত্রে খবর। সেই বিষয়ে ষড়যন্ত্রের সাফাই দেন পার্থ চট্টোপাধ্যায়।

দীর্ঘ দিনের রাজনীতিবিদ তাপস রায় পার্থর সিনিয়র। তবে, সব সময়ই পাদপ্রদীপের আলোয় থেকে দূরে থেকেই বিশ্বস্ত সৈনিকের ভূমিকা পালন করেছেন তিনি। এই পরিস্থিতিতে তাঁর এই মন্তব্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মত রাজনৈতিক মহলের।

আরও পড়ুন- ৩ আগস্ট থেকে ৩ আগস্ট, বৃত্ত সম্পূর্ণ ! দিদির নির্দেশে এবার শুধু মন দিয়ে কাজ করবেন বাবুল

 

spot_img

Related articles

T20 WC: ভেন্য়ু বদল নিয়ে নয়া আর্জি বাংলাদেশের, কঠোর অবস্থানেই অনড় আইসিসি

টি২০ বিশ্বকাপ (T20 World Cup) শুরু হতে মাত্র কয়েক সপ্তাহ বাকি। কিন্তু বাংলাদেশকে(Bangladesh) নিয়ে জটিলতা অব্যাহত। প্রতিদিনই বাংলাদেশের(Bangladesh)...

সুন্দরবনে নিখোঁজ পর্যটক: তলিয়ে গেলেন মাতলা নদীতে

বন্ধুদের সঙ্গে সুন্দরবন (Sundarbans Tours) ঘুরতে যাওয়াই কাল হল যুবকের। শনিবার রাতে পা পিছলে নদীতে পড়ে তলিয়ে গেলেন...

সকাল থেকে শান্ত বেলডাঙা, এখনও বন্ধ শিয়ালদহ-লালগোলা শাখায় ট্রেন চলাচল

ভিন রাজ্যে কাজ করতে গিয়ে বাংলার শ্রমিকের মৃত্যুর ঘটনায় দুদিন ধরে অগ্নিগর্ভ পরিস্থিতির পর রবিবার সকাল থেকে শান্ত...

হাফ ম্যারাথন দিয়ে ‘সেফ ড্রাইভ সেভ লাইফ’ কর্মসূচির সূচনা কলকাতায় 

রবিবাসরীয় সকালে মহানগরীতে হাফ ম্যারাথন (Half Marathon)। কলকাতা পুলিশের (Kolkata Police) উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানের মধ্যে দিয়েই রাজ্য...