ধাক্কা সামলে আরও ঊর্ধ্বমুখী শেয়ারবাজার, ৪৬৫ পয়েন্ট বাড়ল সেনসেক্স

🔹সেনসেক্স ৫৮,৮৫৩.০৭ (⬆️ ০.৮০%)

🔹নিফটি ১৭,৫২৫.১০ (⬆️ ০.৭৩%)

অর্থনীতির দীর্ঘ দুর্দশা পেরিয়ে অবশেষে আশার আলো দেখাচ্ছে শেয়ার বাজার। গত কয়েক সপ্তাহ লাগাতার নিম্নমুখী হওয়ার পর আশার আলো দেখালো বাজার। সোমবার আরও ঊর্ধ্বমুখী হল দালাল স্ট্রিট। এদিন ৪৬৫ পয়েন্ট বাড়ল সেনসেক্সের সূচক। পাশাপাশি নিফটি বেড়েছে ১২৭ পয়েন্ট।

সোমবার বাজার খোলার পর থেকে ঊর্ধ্বমুখী হতে থাকে সেনসেক্সের সূচক। বাজার বন্ধ হওয়ার পর দেখা যায় অতীতের ধাক্কা সামলে ২১৪ পয়েন্ট বেড়েছে সেনসেক্স। সর্বশেষ রিপোর্ট অনুযায়ী, বিএসই সেনসেক্স (BSE Sensex) ৪৬৫.১৪ পয়েন্ট বা ০.৮০ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৫৮,৮৫৩.০৭। পাশাপাশি সর্বশেষ রিপোর্ট অনুযায়ী, এদিন নিফটি(Nifty) ১২৭.৬০ পয়েন্ট বা ০.৭৩ শতাংশ বেড়ে নিফটি পৌঁছয় ১৭,৫২৫.১০।

Previous articleবেপরোয়া গাড়ি দুর্ঘটনায় চালকের পুলিশি হেফাজত
Next articleকমনওয়েলথ গেমসে সোনা জয় হলো না ভারতের পুরুষ হকি দলের