Friday, January 2, 2026

দলীয় নেতাদের গ্রেফতারিতে বিরোধীদের লাগাতার আক্রমণের জবাবে বিতর্কিত মন্তব্য কল্যাণের

Date:

Share post:

দুই তৃণমূল নেতার গ্রেফতারি নিয়ে একের পর এক আক্রমণ করছে বিরোধীরা। আর জেরেই বিতর্কিত মন্তব্য করলেন শ্রীরামপুরে তৃণমূল (TMC) সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় (Kalyan Bandopadhyay)। শনিবার, এক সভায় তিনি বলেন, “আমার আগে কখনও মনে হয়নি। এখনই মনে হচ্ছে। ‘বদলার বদলে বদলা চাই’ এটাই করা উচিত ছিল।” এই মন্তব্য নিয়ে জলঘোলা শুরু হয়েছে রাজনৈতিক মহলে।

২০১১ ক্ষমতায় আসার আগে তৃণমূল সুপ্রিমোর স্লোগান ছিল “বদলা নয়, বদল চাই”। সেই কথা উল্লেখ করেই এদিন কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেন, “আমাকে ক্ষমা করবেন মমতাদি। আমি বলে ফেললাম। আপনি যে মানসিকতা নিয়ে বলেছিলেন, সেই মানসিকতার লোক অন্যান্য বিরোধী দল নয়।” কল্যাণের বক্তব্য, “আপনার অনেক বড় মানসিকতা। আপনার হৃদয় অনেক বড়। তাই বলেছিলেন, বদলা নয়, বদল চাই। কিন্তু আজ যেভাবে সিপিএম (CPIM), বিজেপি (BJP), কংগ্রেস, (Congress) নোংরামি করছে, আমাদের সেই দিনই বলা উচিত ছিল বদলার বদলে বদলা নিতে হবে।” এরপরেই তৃণমূল সাংসদ যোগ করেন, “ভবিষ্যতে যদি কোনও বিধায়ক-সাংসদ বা জনপ্রতিনিধির উপর হামলা হয়, আমরা আর আমাদের কন্ট্রোল করে রাখতে পারব না। আমাদের কর্মীরাও সজাগ।”

তবে এদিন তৃণমূল নেতা তথা রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম (Firhad Hakim) থেকে শুরু করে তৃণমূল সাংসদ সৌগত রায় (Sougata Ray)- সবাই কর্মীদের সংযত থাকার বার্তা দিয়েছেন। একই সঙ্গে অভিযোগের আঙুল তুলেছেন বিরোধীদের দিকে। তাঁদের মতে, বিরোধীরা এত কুরুচিকর আচরণ করার জন্যেই কেউ কেউ ধৈর্য হারিয়ে ফেলছেন।

আরও পড়ুন- দলীয় নেতাদের বিতর্কিত মন্তব্য, ধৈর্য ধরে সংযত থাকার বার্তা ফিরহাদের


spot_img

Related articles

ছুটিতে হাতে–কলমে পরিবেশ শিক্ষা, প্রস্তাব শিশু অধিকার কমিশনের

স্কুলপড়ুয়াদের মধ্যে পরিবেশ সচেতনতা বাড়াতে ছুটির সময় হাতে–কলমে পরিবেশ সংক্রান্ত প্রকল্প চালুর প্রস্তাব দিল রাজ্য শিশু অধিকার সুরক্ষা...

নথি না থাকলেও যাচাই বাধ্যতামূলক! প্রান্তিক ভোটারদের অন্তর্ভুক্তিতে বিশেষ ব্যবস্থা কমিশনের

এনিউমারেশনের পর ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন প্রক্রিয়ার শুনানি পর্বে প্রান্তিক ও পিছিয়ে পড়া শ্রেণির মানুষদের অন্তর্ভুক্তি নিশ্চিত...

বন্দে ভারত স্লিপার ভোটের আগে কেন? প্রশ্ন তৃণমূলের

হঠাৎ ভোটের আগে হাওড়া-গুয়াহাটি রুটে বন্দে ভারত স্লিপার চালানোর কথা ঘোষণা করে বাংলার মন জয়ের ব্যর্থ চেষ্টা কেন্দ্রের।...

বাতিল ওবিসি সার্টিফিকেট এসআইআরে নয়! স্পষ্ট বার্তা নির্বাচন কমিশনের 

কলকাতা হাই কোর্টের নির্দেশে যেসব ওবিসি শংসাপত্র বাতিল হয়েছে, সেগুলি এসআইআর সংক্রান্ত কোনও কাজেই ব্যবহার করা যাবে না—এ...