১৭ই আগস্ট লাল-হলুদের সংগ্রহশালা উদ্বোধন করবেন মুখ‍্যমন্ত্রী, সংগ্রহশালায় থাকবে পঞ্চপাণ্ডবের মূর্তি

এদিকে উদ্বোধনের দু'দিন পর থেকেই এই সংগ্রহশাশা খুলে দেওয়া হবে সাধারণের জন্য। দুপুর দুটো থেকে সন্ধে ছ’টা পর্যন্ত খোলা থাকবে সংগ্রহশালা।

আগামী ১৭ই আগস্ট ‘রাজা সুরেশ চন্দ্র চৌধুরী মেরোরিয়াল আর্কাইভ’ এর শুভ উদ্বোধন হতে চলেছে ইস্টবেঙ্গল ক্লাবে। উদ্ধোধন করবেন মুখ‍্যমন্ত্রী মমতা বন্দ‍্যোপাধ‍্যায়। লাল-হলুদের ১০০ বছরের ইতিহাস রাখা হবে সংগ্রহশালায়। সংগ্রহশালায় রাখা হবে পঞ্চপাণ্ডবের মূর্তির পাশাপাশি রাখা হবে প্রাক্তন কিংবদন্তি ফুটবলার কৃশানু দে-র খেলা শেষ ম্যাচের বুটও। এই অনুষ্ঠানে ডাকা হবে খেলোয়াড়, রাজনীতিবিদ, কবি-সহ সমাজের বিভিন্ন স্তরের বিশিষ্ট মানুষজনকে, রবিবার সাংবাদিক সম্মেলনে এমনটাই জানালেন ইস্টবেঙ্গল শীর্ষকর্তা দেবব্রত সরকার। অনুষ্ঠানে আমন্ত্রণ জানান হচ্ছে সুরেশ চন্দ্র চৌধুরির পরিবারকেও।

এদিন ক্লাবের শীর্ষকর্তা দেবব্রত সরকার বলেন, পঞ্চপাণ্ডবের মূর্তি থাকবে সংগ্রহশালায়। পাশাপাশি রাখা হবে প্রাক্তন কিংবদন্তি ফুটবলার কৃশানু দে-র খেলা শেষ ম্যাচের বুটও। খেলোয়াড়, রাজনীতি, কবি-সহ সমাজের বিভিন্ন স্তরের বিশিষ্ট মানুষকে বুধবারের অনুষ্ঠানে ডাকা হবে। গ্যালারির একটা অংশে দর্শকদের বসার ব্যবস্থা থাকবে। যাঁদের কাছে ক্লাবের সদস্য কার্ড রয়েছে, তাঁরা সেটি দেখিয়ে ঢুকতে পারেন। বাকিদের ‘আগে এলে আগে বসতে পারবেন’ ভিত্তিতে ঢুকতে দেওয়া হবে।”

নিরাপত্তার কারণেই বেশি দর্শককে ঢুকতে দেওয়া যাবে না সংগ্রহশালা উদ্ধোধনী অনুষ্ঠানে। পাশাপাশি ছাতা, হেলমেট, জলের বোতলের মতো জিনিস নিয়েও ভেতরে ঢোকা যাবে না বলে জানান হয় ক্লাবের পক্ষ থেকে।

এদিকে উদ্বোধনের দু’দিন পর থেকেই এই সংগ্রহশাশা খুলে দেওয়া হবে সাধারণের জন্য। দুপুর দুটো থেকে সন্ধে ছ’টা পর্যন্ত খোলা থাকবে সংগ্রহশালা।

আরও পড়ুন:প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে পেরে আপ্লুত হিমা-নিখাতরা, মোদিকে অসমের গামছা উপহার হিমার

 

Previous article৭৫ তম স্বাধীনতা দিবস, মুখ্যমন্ত্রীর বিশেষ পুলিশ পদক পাচ্ছেন ১১ জন আইপিএস অফিসার
Next articleবিভাজন-হিংসার বিষ সংক্রমণকারীদের উপড়ে ফেলতে হবে: স্বাধীনতা দিবসে বার্তা অভিষেকের