৭৫ তম স্বাধীনতা দিবস, মুখ্যমন্ত্রীর বিশেষ পুলিশ পদক পাচ্ছেন ১১ জন আইপিএস অফিসার

১৫ অগাস্ট স্বাধীনতা দিবস। ওইদিন রাজ্যের পুলিশ অফিসারদের পুরস্কৃত করবেন মুখ্যমন্ত্রী। ৭৫ তম স্বাধীনতা দিবসে রাজ্যের ১১ জন আইপিএস অফিসারকে মুখ্যমন্ত্রীর বিশেষ পদক দেওয়া হবে। দু’টি বিভাগ, ‘চিফ মিনিস্টার পুলিশ মেডেল ফর আউসস্ট্যান্ডিং সার্ভিস’ এবং ‘চিফ মিনিস্টার পুলিশ মেডেল ফর কমান্ডেবল সার্ভিস’-এ ভাগ করা হয়েছে এই পদককে।

‘চিফ মিনিস্টার পুলিশ মেডেল ফর আউটস্ট্যান্ডিং সার্ভিস’  দেওয়া হবে চার জন আইপিএস অফিসারকে। তাঁরা হলেন পশ্চিমবঙ্গ পুলিশের ডিরেক্টর জেনারেল মনোজ মালব্য, এডিজি সিআইডি আর রাজশেখরণ, হাওড়ার পুলিশ কমিশনার প্রবীণ কুমার ত্রিপাঠী এবং বাঁকুড়া রেঞ্জের আইজি সুনীল কুমার চৌধুরী।

এছাড়াও ‘চিফ মিনিস্টার পুলিশ মেডেল ফর কমান্ডেবল সার্ভিস’ সম্মান পাবেন সাত জন আইপিএস অফিসার। এঁদের মধ্যে রয়েছেন বর্ধমান রেঞ্জের ডিআইজি অলোক রাজোরিয়া, মুর্শিদাবাদ রেঞ্জের ডিআইজি রশিদ মুনির খান, এআইজি সিকিউরিটি আভারু রবীন্দ্রনাথ, কলকাতা পুলিশের ডিসি সেন্ট্রাল রূপেশ কুমার, কলকাতা পুলিশের ডিসি সাউথ আকাশ মাঘারিয়া, কলকাতা পুলিশের ডিসি নর্থ জয়িতা বসু এবং পূর্ব বর্ধমানের পুলিশ সুপার কামনাশিস সেন।1

আরও পড়ুন- সেটিং কটাক্ষে বিরোধীদের তুড়ি মেরে উড়িয়ে দিলেন মমতা


 

Previous articleফ্রেন্ডস এন্ড এসোসিয়েট’স এর খুঁটি পুজোতে চাঁদের হাট
Next article১৭ই আগস্ট লাল-হলুদের সংগ্রহশালা উদ্বোধন করবেন মুখ‍্যমন্ত্রী, সংগ্রহশালায় থাকবে পঞ্চপাণ্ডবের মূর্তি