Wednesday, December 17, 2025

বিদ্যুতের বিল মেটাতে নাভিশ্বাস ব্রিটেনের মানুষের, সাহায্যের আশ্বাস ঋষির

Date:

Share post:

বিদ্যুৎ বিলে ছাড়ের প্রতিশ্রুতি দিয়েছিলেন। ব্রিটেনের মানুষ প্রধানমন্ত্রীর দৌড়ে থাকা ঋষি সুনকের এই প্রচেষ্টাকে বাহবা জানিয়েছিল। এবার অর্থনৈতিকভাবে দুর্বলদের বিদ্যুৎ বিল মেটাতে সাহায্যের আশ্বাস দিলেন তিনি৷ আসন্ন শীতকালে বিদ্যুৎ বিল মেটানোর বোঝা লাঘব করতে ঋষি সুনক আর্থিকভাবে পিছিয়ে পরাদের সাহায্য করবেন বলে জানিয়েছেন৷ নাহলে পেনশেনভোগী থেকে দেশের লক্ষ লক্ষ মানুষ বিল মেটাতে গিয়ে নিঃস্ব হয়ে যাবেন বলে আশঙ্কা প্রকাশ করেন তিনি।

আরও পড়ুনঃ দেহরক্ষী সায়গল হোসেনের সঙ্গে যৌথ সম্পত্তি অনুব্রতর!

ব্রিটেনে এবার অস্বাভাবিক গরম পড়েছে৷ তাপপ্রবাহে পুড়ছে গোটা দেশ৷ অসহনীয় গরম থেকে বাঁচতে বিদ্যুতের ব্যবহার অনেক বেড়ে গিয়েছে ব্রিটেনে৷ ফলে আগের তুলনায় তিনগুণ বেশি আসছে বিদ্যুতের বিল৷

সম্প্রতি অক্সিলিওন নামে ব্রিটেনের একটি সংস্থা বিদ্যুতের খরচ নিয়ে সমীক্ষা প্রকাশ করে৷ সেই সমীক্ষায় দাবি করা হয়েছে, ২০২৩ সালে পরিবার পিছু গড় বার্ষিক বিদ্যুৎ খরচ ৫ হাজার পাউন্ডের গণ্ডি ছাড়িয়ে যেতে পারে৷ বর্তমান সরকারি হিসেব অনুযায়ী, ব্রিটেনের গড় বিদ্যুৎ খরচ বছরে ৩৬০০ পাউন্ড৷ ২০২৩ সালের এপ্রিলে সেই খরচ ১৫০ শতাংশ বাড়বে বলে সমীক্ষায় প্রকাশ৷ এই প্রেক্ষিতে গত বৃহস্পতিবার বিদ্যুৎ বিলে ভ্যাট কমানোর প্রতিশ্রুতি দেন ঋষি সুনক৷ তাতে প্রত্যেক বাড়িতে কমপক্ষে ২০০ পাউন্ড সাশ্রয় হবে বলে জানান তিনি৷

তবে সেই প্রতিশ্রুতি দিয়েই থেমে থাকেননি ব্রিটেনের প্রধানমন্ত্রীর অন্যতম দাবিদার৷ এবার ঋষি জানিয়েছেন, আর্থিকভাবে দুর্বলদের বিদ্যুতের বিল মেটাতে সাহায্য করবেন তিনি৷ যে কারণে তিনি আর্থিক প্যাকেজও ঘোষণা করেন৷ ঋষি বলেন, ‘সংকট আসন্ন, এটা মেনে নেওয়া হল প্রথম সদর্থক পদক্ষেপ৷ আমরা বিদ্যুৎ সঙ্কটের মধ্যে দিয়ে যাচ্ছি৷’ জনমোহিনী নানা ঘোষণা সত্ত্বেও জনমত সমীক্ষায় এখনও পিছিয়ে ঋষি৷ কনজারভেটিভ পার্টির সদস্যদের অধিকাংশের ভোট আরেক প্রতিদ্বন্দ্বী লিজ ট্রুসের পক্ষে যাবে বলে জানানো হয়েছে ওই সমীক্ষায়৷ আগামী ৫ সেপ্টেম্বর ফল ঘোষণা৷ তবে প্রধানমন্ত্রী পদে যিনিই আসুক না কেন, ব্রিটেনের আর্থিক মন্দা, মূল্যবৃদ্ধি এবং বিদ্যুতের বিল নিয়ে চ্যালেঞ্জের মুখোমুখি হতে হবে৷

 

 

spot_img

Related articles

খুচরো ব্যবসায়ীদের পাশে রাজ্য, বাংলার প্রতিটি জেলা ট্রেডার্স ওয়েলফেয়ার বোর্ড: ঘোষণা মুখ্যমন্ত্রীর

খুচরো ব্যবসায়ীদের পাশে দাঁড়াতে রাজ্যের প্রতিটি জেলায় ট্রেডার্স ওয়েলফেয়ার বোর্ড (Traders Welfare Board) গঠন করবে সরকার। বুধবার, নেতাজি...

হরিণঘাটায় আইসক্রিম কারখানায় বিস্ফোরণ! ছিন্নভিন্ন মালিকের দেহ, আহত ১

নদিয়ার হরিণঘাটায় আইসক্রিম কারখানায় ভয়াবহ বিস্ফোরণ। বুধবার সকালে বিরহী-১ গ্রাম পঞ্চায়েতের হালদারপাড়া এলাকায় এই দুর্ঘটনায় মৃত্যু হয়েছে কারখানার...

শহরতলি-মফঃস্বলে যানজটের মোকাবিলার বেসরকারি সংস্থাকে দিয়ে সমীক্ষা শুরু রাজ্যের

শহরতলি ও মফঃস্বল এলাকায় ক্রমবর্ধমান যানজটের সমস্যা (West Bengal Traffic) মোকাবিলায় পথ খুঁজতে বেসরকারি সমীক্ষা সংস্থাকে দিয়ে সমীক্ষা...

মেসির ভারত সফরের টাকার অঙ্ক শুনলে চমকে যাবেন, সমালোচনায় সরব হাবাস

অনিশ্চয়তার অন্ধকারে ভারতীয় ফুটবল, সেখানে লিও মেসিকে(Messi) এনে কোটি কোটি টাকা খরচ করা হয়েছে। এই নিয়ে আগেই সমালোচনা...