Sunday, November 2, 2025

বিদ্যুতের বিল মেটাতে নাভিশ্বাস ব্রিটেনের মানুষের, সাহায্যের আশ্বাস ঋষির

Date:

Share post:

বিদ্যুৎ বিলে ছাড়ের প্রতিশ্রুতি দিয়েছিলেন। ব্রিটেনের মানুষ প্রধানমন্ত্রীর দৌড়ে থাকা ঋষি সুনকের এই প্রচেষ্টাকে বাহবা জানিয়েছিল। এবার অর্থনৈতিকভাবে দুর্বলদের বিদ্যুৎ বিল মেটাতে সাহায্যের আশ্বাস দিলেন তিনি৷ আসন্ন শীতকালে বিদ্যুৎ বিল মেটানোর বোঝা লাঘব করতে ঋষি সুনক আর্থিকভাবে পিছিয়ে পরাদের সাহায্য করবেন বলে জানিয়েছেন৷ নাহলে পেনশেনভোগী থেকে দেশের লক্ষ লক্ষ মানুষ বিল মেটাতে গিয়ে নিঃস্ব হয়ে যাবেন বলে আশঙ্কা প্রকাশ করেন তিনি।

আরও পড়ুনঃ দেহরক্ষী সায়গল হোসেনের সঙ্গে যৌথ সম্পত্তি অনুব্রতর!

ব্রিটেনে এবার অস্বাভাবিক গরম পড়েছে৷ তাপপ্রবাহে পুড়ছে গোটা দেশ৷ অসহনীয় গরম থেকে বাঁচতে বিদ্যুতের ব্যবহার অনেক বেড়ে গিয়েছে ব্রিটেনে৷ ফলে আগের তুলনায় তিনগুণ বেশি আসছে বিদ্যুতের বিল৷

সম্প্রতি অক্সিলিওন নামে ব্রিটেনের একটি সংস্থা বিদ্যুতের খরচ নিয়ে সমীক্ষা প্রকাশ করে৷ সেই সমীক্ষায় দাবি করা হয়েছে, ২০২৩ সালে পরিবার পিছু গড় বার্ষিক বিদ্যুৎ খরচ ৫ হাজার পাউন্ডের গণ্ডি ছাড়িয়ে যেতে পারে৷ বর্তমান সরকারি হিসেব অনুযায়ী, ব্রিটেনের গড় বিদ্যুৎ খরচ বছরে ৩৬০০ পাউন্ড৷ ২০২৩ সালের এপ্রিলে সেই খরচ ১৫০ শতাংশ বাড়বে বলে সমীক্ষায় প্রকাশ৷ এই প্রেক্ষিতে গত বৃহস্পতিবার বিদ্যুৎ বিলে ভ্যাট কমানোর প্রতিশ্রুতি দেন ঋষি সুনক৷ তাতে প্রত্যেক বাড়িতে কমপক্ষে ২০০ পাউন্ড সাশ্রয় হবে বলে জানান তিনি৷

তবে সেই প্রতিশ্রুতি দিয়েই থেমে থাকেননি ব্রিটেনের প্রধানমন্ত্রীর অন্যতম দাবিদার৷ এবার ঋষি জানিয়েছেন, আর্থিকভাবে দুর্বলদের বিদ্যুতের বিল মেটাতে সাহায্য করবেন তিনি৷ যে কারণে তিনি আর্থিক প্যাকেজও ঘোষণা করেন৷ ঋষি বলেন, ‘সংকট আসন্ন, এটা মেনে নেওয়া হল প্রথম সদর্থক পদক্ষেপ৷ আমরা বিদ্যুৎ সঙ্কটের মধ্যে দিয়ে যাচ্ছি৷’ জনমোহিনী নানা ঘোষণা সত্ত্বেও জনমত সমীক্ষায় এখনও পিছিয়ে ঋষি৷ কনজারভেটিভ পার্টির সদস্যদের অধিকাংশের ভোট আরেক প্রতিদ্বন্দ্বী লিজ ট্রুসের পক্ষে যাবে বলে জানানো হয়েছে ওই সমীক্ষায়৷ আগামী ৫ সেপ্টেম্বর ফল ঘোষণা৷ তবে প্রধানমন্ত্রী পদে যিনিই আসুক না কেন, ব্রিটেনের আর্থিক মন্দা, মূল্যবৃদ্ধি এবং বিদ্যুতের বিল নিয়ে চ্যালেঞ্জের মুখোমুখি হতে হবে৷

 

 

spot_img

Related articles

ভাই শাহরুখের জন্মদিনে মধ্যরাতেই সোশ্যাল মিডিয়ায় শুভেচ্ছা মমতার

২ নভেম্বর তারিখটা আসা মানেই শাহরুখ ভক্তদের কাছে এক উৎসবের দিন। দেশ বিদেশে ছড়িয়ে থাকা বলিউড বাদশার ফ্যানেরা...

মহারাষ্ট্রে জোট বাঁধল রাজ-উদ্ধব-শারদ: শুরু ভোট চুরির প্রতিবাদ

বিধানসভা নির্বাচনে কীভাবে ভোট চুরি হয়েছিল নির্বাচনের পরে প্রমাণ করে দিয়েছে কংগ্রেস। তার জেরে এবার জোট বেধে আন্দোলনে...

SIR আতঙ্কে অস্বাভাবিক মৃত্যু: পরিযায়ী শ্রমিকের দেহ ফিরল গ্রামে

বিজেপির স্বৈরাচারী মনোভাবে বাংলায় এখন আতঙ্কের নাম এসআইআর। এই আতঙ্কের বলি এবার এক পরিযায়ী শ্রমিক। পূর্ব বর্ধমানের জামালপুরের...

জয়পুরে স্কুলের পাঁচতলা থেকে ঝাঁপ দিয়ে মৃত্যু ষষ্ঠ শ্রেণির পড়ুয়ার

রাজস্থানের জয়পুরে এক বেসরকারি স্কুল বিল্ডিংয়ের পাঁচতলা থেকে নীচে পড়ে মৃত্যু হল ষষ্ঠ শ্রেণির এক পড়ুয়ার। প্রাথমিভাবে অনুমান...