বুনো হাতির আক্রমণে মর্মান্তিক পরিণতি, প্রাণ গেল ৩ জনের

হাতির আক্রমণে মর্মান্তিক পরিণতি! বুনো হাঁতির আক্রমণে মৃত্যু হল এক শিশু সহ তিনজনের। স্বাধীনতা দিবসের সকালে এই ঘটনাটি ঘটেছে আসাম-মেঘালয় সীমানায় লখিমপুরের কাছে কুরাং গ্রামে।

আরও পড়ুন:ওমিক্রন রোধে ৬ মাসের মধ্যেই ভ্যাকসিন আনতে চলেছে ভারত

ঠিক কী ঘটেছিল? বন দফতরের তরফে জানা গেছে, মেঘালয়ের পাহাড়ি এলাকা থেকে বুনো হাতির একটা দল খাবারের সন্ধানে এসেছিল। সে সময়ই তাদের সামনে পড়ে প্রাণ হারান ওই তিন জন। স্থানীয়দের দাবি, ওই এলাকায় প্রায়শই হানা দিয়ে ঘরবাড়ির ক্ষতি করে বুনো হাতির দল।

এর আগে গতও মাসেই গুয়াহাটির আমচিং জোরাবাট এলাকায় বুনো হাতির হামলার মুখে পড়েছিলেন এক যুবক। গত মে মাসে গোয়ালপাড়া জেলায় বুনো হাতির আক্রমণে দুই মহিলা সহ তিন জনের মৃত্যু হয়েছিল।

Previous articleভারতের উপর চাপ বাড়িয়ে শ্রীলঙ্কার বন্দরে চিনা জাহাজ
Next articleসাভারকারের পোস্টার ঘিরে কর্ণাটকে অশান্তি!শিবমোগ্গায় জারি ১৪৪ ধারা