২২ অগাস্ট দুর্গাপুজো নিয়ে মেগা বৈঠক: বড় ঘোষণা করবেন মুখ্যমন্ত্রী! ভার্চুয়ালি থাকবে জেলার পুজো কমিটিগুলিও

এই পুজো নিয়ে বড় পরিকল্পনা করতে ২২ তারিখে দুর্গাপুজো নিয়ে পর্যালোচনা বৈঠক করবেন মুখ্যমন্ত্রী

একে দুবছর করোনার জন্য বিধি নিষেধ, আর উপর ইউনেস্কোর হেরিটেজ সম্মান- এই বছর তাই মহা ধুমধাম করেই দুর্গাপুজোর পরিকল্পনা। সেই মতো একমাস আগেই বর্ণাট্য শোভাযাত্রা কথা ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। এই পুজো নিয়ে বড় পরিকল্পনা করতে ২২ তারিখে দুর্গাপুজো নিয়ে পর্যালোচনা বৈঠক করবেন মুখ্যমন্ত্রী। নেতাজি ইন্ডোর স্টেডিয়াম (Netaji Indoor Stadium) থেকে মুখ্যমন্ত্রী এই বৈঠক করলেও বিভিন্ন জেলা থেকে ব্লক ও মিউনিসিপালিটি স্তরের পুজো কমিটিগুলিকে এই বৈঠকে থাকতে নির্দেশ দেওয়া হয়েছে। ভার্চুয়ালি (Virtual) তারা যোগ দেবেন বৈঠকে। নবান্ন সূত্রে খবর, সব জেলাশাসক ও পুলিশ সুপারদের নিয়ে বৈঠক করেন এডিজি আইন শৃঙ্খলা, তথ্য সংস্কৃতি দফতরের সচিব। সেখানেই এই বৈঠকে এই নির্দেশ দেওয়া হয়েছে।

বাংলার দুর্গাপুজোকে হেরিটেজ মর্যাদা দিয়েছে ইউনেস্কো। সেই মতো এ বার দুর্গাপুজোর এক মাস আগেই মেগা পদযাত্রার ডাক দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। শহরের তিনটি প্রান্ত থেকে শুরু হয়ে যাবে শহরের প্রাণকেন্দ্র ধর্মতলায়। উত্তর থেকে দক্ষিণ নানা ক্লাবের প্রতিনিধিরা থাকবেন পদযাত্রায়। থাকবে থিম ভাবনা, ধুনুচি নাচ, ঢাকির দল। তার আগে ২২ তারিখের বৈঠক থেকে মুখ্যমন্ত্রী কী বার্তা দেন সেটাই দেখার।

 

 

Previous articleআমরা সরকার চালাচ্ছি না, শুধু সামলাচ্ছি: বাসবরাজকে অস্বস্তিতে ফেললেন কর্নাটকে আইনমন্ত্রী
Next articleপ্রয়াত হুগলির প্রাক্তন সিপিআইএম সাংসদ রূপচাঁদ পাল