ফের গুজরাটে উদ্ধার ১,০২৬ কোটি টাকার মাদক

গুজরাট থেকে উদ্ধার বিপুল পরিমাণ মাদক। যা দেখে চক্ষু ছানাবড়া হওয়ার জোগাড় খোদ পুলিশের। গোপন সূত্রে খবর পেয়ে গতও কয়েকমাসে বিপুল পরিমাণ মাদক উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবারও অভিযান চালিয়ে অঙ্কলেশ্বর থেকে মুম্বই পুলিশ ১,২০৬ কোটি টাকার মাদক উদ্ধার করে।

আরও পড়ুন:যোগীরাজ্যে গ্রেফতার সাংবাদিক বাবা, স্বাধীনতা দিবসে ছোট্ট মেহনাজের গলায় ‘অধিকারের’ কথা

মুম্বই পুলিশে মাদক বিরোধী সেলের তরফে জানানো হয়েছে,গোপন সূত্রে খবর পেয়ে মঙ্গলবার নিষিদ্ধ মেফেড্রোন উৎপাদনকারী একটি ঠিকানায় হানা দেওয়া হয়। সেখান থেকে বাজেয়াপ্ত করা হয় ৫১৩ কিলোগ্রাম নিষিদ্ধ মাদক। গ্রেফতার করা হয় বেআইনি মাদক কারখানার মালিককেও। এই ঘটনায় কোন রাজনৈতিক শক্তি মদত দিচ্ছে কিনা তা জানার চেষ্টা চালাচ্ছে পুলিশ।

প্রসঙ্গত, গত বছর থেকে দু’দফায় গুজরাতের মুন্দ্রায় আদানি গোষ্ঠীর পরিচালিত বন্দর থেকে ২৫ হাজার কোটি টাকারও বেশি মূল্যের মাদক উদ্ধার করেছিল কেন্দ্রীয় রাজস্ব গোয়েন্দা বাহিনী। নুনের আমদানির আড়ালে এই মাদক আনা হয়েছিল। ফের একই ঘটনা ঘটল অঙ্কলেশ্বরেও।

Previous articleআরও তৎপরতা, ১০টি দল গঠন করে রাজ্যে তদন্তে নামছে ইডি
Next articleপুরো টাকা দিয়ে বুক করতে হবে ‘ বেবি বার্থ’, বড় বদল আনল IRCTC