সোমে পুজো কমিটিগুলির সঙ্গে বৈঠকে বসছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

পুজো আর হাতে গোনা কয়েকদিন বাকি। এই পরিস্থিতিতে পুজোর খুঁটিনাটি আলোচনায় আগামীকাল সোমবার রাজ্যের সব পুজো কমিটিগুলির সঙ্গে বৈঠকে বসছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee)। জানা গিয়েছে, নবান্নে কলকাতার পুজো কমিটিগুলির সঙ্গে বৈঠকে বসবেন তিনি। আর সেই বৈঠকে ভার্চুয়ালি উপস্থিত থাকবে জেলার সব পুজো কমিটি। এছাড়াও এই বৈঠকে থাকবেন সমস্ত জেলাশাসক, কলকাতা পুলিশ ও জেলা পুলিশের কর্তারা। বৈঠকে একাধিক নির্দেশিকা দেওয়ার সম্ভাবনা রয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের।

এছাড়াও সোমবারের বৈঠককে ঘিরে অনুদান নিয়ে শুরু হয়েছে জোর জল্পনা। কলকাতা সহ সমস্ত জেলার পুজো কমিটি গুলিকে রাজ্য সরকারের তরফে ৫০,০০০ টাকা করে অনুদান দেওয়া হয়। এবারের পূজোয় সেই অনুদান থাকছে কিনা থাকলেও তা কত পরিমাণ তা নিয়ে জোর জল্পনা রয়েছে পুজো কমিটিগুলির মধ্যে। পাশাপাশি করোনা কারণে গত দু’বছর পুজোর ওপরে একাধিক বিধি নিষেধ আরোপিত ছিল। মাস্ক থেকে সামাজিক দূরত্ব সব নিয়ে মানুষ পুজো কাটিয়েছিলেন। এবারের পুজোয় রাজ্য সরকারের তরফে কী কী নির্দেশিকা দেওয়া হয় তা জানতে সকলের নজর থাকবে আগামীকালের বৈঠকের দিকে।

Previous articleমাঝআকাশে ধোঁয়া, জরুরি অবতরণ বিমানের
Next articleReliance: জনস্বার্থ মামলা খারিজ, বিশ্বের বৃহত্তম চিড়িয়াখানা গড়ছেন আম্বানি