পেট্রোপণ্যের দাম বাড়ছে প্রতি মুহূর্তে। স্বভাবতই ঝোঁক বাড়ছে ইলেকট্রিক স্কুটারের (Electric Scooter)দিকে। এবার কলকাতায় আত্মপ্রকাশ করল বাজাজের (Bajaj) তৈরি ইলেকট্রিক স্কুটার। ভারতের নিজস্ব সংস্থা বাজাজের তৈরি ইলেক্ট্রিক স্কুটার চেতক (Chetak) ঘিরে বাড়ছে উন্মাদনা। সম্পূর্ণ ভাবে মেটাল বডি দিয়ে তৈরি এই ই-স্কুটারে থাকছে LED হেড লাইট সঙ্গে থাকছে ডিজিটাল প্যানেল বক্স (Digital Panel Box)।আপাতত চারটি আকর্ষণীয় রঙে মিলছে এই স্কুটার।

দেশে প্রথম এই ইলেক্ট্রিক স্কুটারের বিপণন শুরু ২০১৯ সালের অক্টোবর মাসে। দেশের সর্বত্র এই স্কুটার পাওয়া গেলেও কলকাতায় এই প্রথমবার আত্মপ্রকাশ করল এই স্কুটার। আনুষ্ঠানিক উদ্বোধনে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে ওএসএল অটোর (OSL Auto) এম ডি নির্মল কুমার গোয়েল (Nirmal Kumar Goyel) জানান, পরিবহন শিল্পে জ্বালানির অত্যাধিক মূল্যবৃদ্ধি দেশের অগ্রগতির ক্ষেত্রে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে। তাই বিকল্প পথ খোঁজার প্রয়োজন হয়ে পড়েছে । আর সেই জায়গাটা ক্রমশ পাকা করছে ইলেক্ট্রিক গাড়ি। এবার বাজাজ তাই বাজারে নিয়ে এলো সম্পুর্ণ নিরাপদ পুরোপুরি মেটাল বডির ইলেক্ট্রিক স্কুটার চেতক। ভারতের ঐতিহ্যের সঙ্গে চেতক নামটি ওতপ্রোত ভাবে জড়িয়ে আছে। পূর্বাঞ্চল বিশেষ করে কলকাতাসহ গোটা রাজ্যে ইতিমধ্যেই ব্যাপক হারে বুকিং শুরু হয়ে গেছে। এই বিষয়ে সংস্থার সেলস্ এএসএম গোপালা শ্রীবাস্তব জানান, চলার পথে নির্ভরতা আনতে তিন কেজির শক্তিশালী এল পি ৬৭ রেটিং যুক্ত লিথিয়াম আয়ন ব্যাটারি পরিচালিত স্কুটারটি দুটি মোডে চালানো যাবে। একটিবার ব্যাটারি চার্জ করলে ৯০ কিলোমিটার পথ অতিক্রম করা যাবে। ব্যাটারি সম্পূর্ণ চার্জ করতে সময় লাগবে মাত্র চার ঘণ্টা। তাছাড়াও সম্পূর্ণ ডিজিটাল ব্লু টুথ ইন্সট্রুমেন্ট প্যাক, রিভার্স অ্যাসিস্ট মোড, রিজানারেটিভ ব্রেকিং ও একটি অন বোর্ড ইন্টেলিজেন্ট ব্যাটারি ম্যানেজমেন্ট সিস্টেম এই স্কুটারকে আরও উন্নত করেছে। এতে ইউএসবি (USB) টাইপ সি পোর্ট সাপোর্ট আছে। গাড়ির মূল্য প্রায় ২ লক্ষ টাকার কাছাকাছি হলেও কেন্দ্রীয় ও রাজ্য সরকারের ভর্তুকিতে এর দাম দাঁড়িয়েছে ১ লাখ ৬৫ হাজার টাকার কাছাকাছি। তবে গাড়ির মডেল ও আনুষঙ্গিক খরচের জন্য দামের কিছুটা হেরফের হতে পারে।
