আজ পার্থ-অর্পিতাকে আদালতে পেশের আগে নিউটাউনের বহুতলে সিবিআই হানা

আজ, বুধবার জেল হেফাজতের মেয়াদ শেষ পার্থ চট্টোপাধ্যায় এবং অর্পিতা মুখোপাধ্যায়ের। আজ ফের নিয়োগ দুর্নীতি মামলায় তাঁদের দু’জনকে আদালতে পেশ করা হবে। তবে সশরীরে নয়, ভার্চুয়ালি তাঁরা দুজনেই হাজিরা দেবেন আদালতে। নিয়োগ দুর্নীতি মামলায় ইতিমধ্যেই পার্থ চট্টোপাধ্যায় ঘনিষ্ট প্রসন্ন রায়কে গ্রেফতার করেছে পুলিশ। তাঁকে জেরা করার পর উঠে এসেছে বহু চাঞ্চল্যকর তথ্য। এরপরই আজ সকালে চার সদস্যের সিবিআই-এর একটি টিম নিউটাউনের নির্মীয়মান একটি ফ্ল্যাটে হানা দেয়। সেখানে তল্লাশি অভিযান চালাচ্ছে তারা।

আরও পড়ুন:জেল কর্তৃপক্ষের আর্জিতে সাড়া দিয়ে পার্থ-অর্পিতার ভার্চুয়াল শুনানিতে সম্মতি আদালতের

ভার্চুয়াল শুনানির জন্য প্রেসিডেন্সি সংশোধনাগারে বিশেষ ব্যবস্থা করা হয়েছে। গুগল মিট কিংবা জুমের মাধ্যমে ভিডিয়ো কলে এই শুনানিতে অংশ নিতে পারবেন পার্থ-অর্পিতা। আলিপুর মহিলা সংশোধনাগারেও বিশেষ ব্যবস্থা করা হয়েছে। বেলা ১২টার পর ভার্চুয়াল শুনানি শুরু হবে। জানা গেছে ভার্চুয়াল শুনানির জন্য প্রেসিডেন্স জেলে নির্দিষ্ট ঘরের ব্যবস্থা করা হয়েছে। এদিনও পার্থের শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে তাঁর জামিনে আবেদন করবেন পার্থর আইনজীবী।


Previous articleপ্রয়াত সাবেক সোভিয়েত ইউনিয়নের প্রথম ও শেষ প্রেসিডেন্ট মিখাইল গর্বাচভ
Next articleআর্জি খারিজ, মানহানি মামলায় সশরীরেই আদালতে হাজিরা দিতে হবে শুভেন্দুকে