Anubrata Mondal: নিরাপত্তার কারণে অনুব্রত মণ্ডলের ভার্চুয়াল শুনানির আবেদন

পার্থ চট্টোপাধ্যায়ের মতো এবার অনুব্রত মণ্ডলেরও (Anubrata Mondal) ভার্চুয়াল শুনানির আবেদন করা হল। আসানসোলের বিশেষ সংশোধনাগার সূত্রে খবর, এই মর্মে আসানসোল জেল সুপার সিবিআই (CBI) আদালতকে চিঠিও দিয়েছেন।

সূত্রের খবর অনুব্রত মণ্ডলকে আদালতে পেশ করার সময় অতিরিক্ত ভিড় হচ্ছে আদালত চত্বরে। যার জেরে অনুব্রতর নিরাপত্তা বিঘ্নিত হওয়ার আশঙ্কা করছেন আসানসোল সংশোধনাগারের পুলিশ আধিকারিকরা। সূত্রের খবর, আসানসোল বিশেষ সিবিআই আদালতের বিচারক রাজেশ চক্রবর্তীকে (Rajesh Chakraborty) একটি চিঠি পাঠিয়েছেন আসানসোলের জেল সুপার কৃপাময় নন্দী (Kripamay Nandi)। গত ১১ অগস্ট অনুব্রত মণ্ডলকে গরু পাচার মামলায় গ্রেফতার করা হয়। বীরভূমের নীচুপট্টির বাড়ি থেকে গ্রেফতার করে আসানসোল বিশেষ সিবিআই আদালত হয়ে হাজির করা হয় তাঁকে। এর মধ্যে যতবার অনুব্রত মণ্ডলকে আদালতে তোলা হয়েছে ততবারই কখনও অনুব্রত বিরোধীরা আবার কখনও অনুব্রতর সমর্থনে কোর্ট চত্বরে ভিড় লক্ষ্য করা গেছে। এর ফলে আদালত চত্বরে আসা সাধারণ মানুষও সমস্যার মধ্যে পড়েছেন। সবদিক মাথায় রেখে এবার অনুব্রত মণ্ডলের পরবর্তী শুনানি যাতে ভার্চুয়ালি করা যায় সেই বিষয়ে সংশোধনাগারের তরফ থেকে আবেদন করা হয়েছে।

 

Previous articleBreakfast Sports: ব্রেকফাস্ট স্পোর্টস
Next articlePetrol Diesel price: আজ পেট্রোল ডিজেলের দাম কত, জানেন কি?