এবার ইউনেস্কোর পুজো পরিক্রমার তালিকায় নাম তুলতে হুড়োহুড়ি পুজো কমিটিগুলির

প্রায় ৩০টি মণ্ডপ ঘুরে দেখতে পারেন ইউনেস্কোর প্রতিনিধিরা। দুর্গাপুজো হেরিটেজ তকমা পাওয়ার পর এবার যদি ইউনেস্কোর প্রতিনিধিরা মণ্ডপে মণ্ডপে আসেন, তাহলে সেখান থেকেও সুফল তুলতে পারবে পুজো কমিটিগুলি। মিলতে পারে আন্তর্জাতিক স্পনসর

ইউনেস্কোকে ধন্যবাদ জানিয়ে কলকাতার রাজপথে পুজো কমিটিগুলিকে সঙ্গে নিয়ে বর্ণাঢ্য ও ঐতিহাসিক শোভাযাত্রা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই পদযাত্রায় অংশ নিয়েছিলেন ইউনেস্কোর প্রতিনিধিরাও। রেড রোডে দুর্গাপুজোর স্বীকৃতি-উদ্‌যাপন মঞ্চে উপস্থিত ইউনেস্কোর প্রতিনিধিরা কলকাতার বেশকিছু পুজো মণ্ডপে ঘোরার ইঙ্গিত দেওয়ার পরই পুজো কমিটিগুলির মধ্যে শুরু হয়ে গিয়েছে তৎপরতা।

জানা গিয়েছে, প্রায় ৩০টি মণ্ডপ ঘুরে দেখতে পারেন ইউনেস্কোর প্রতিনিধিরা। দুর্গাপুজো হেরিটেজ তকমা পাওয়ার পর এবার যদি ইউনেস্কোর প্রতিনিধিরা মণ্ডপে মণ্ডপে আসেন, তাহলে সেখান থেকেও সুফল তুলতে পারবে পুজো কমিটিগুলি। মিলতে পারে আন্তর্জাতিক স্পনসর।

ইতিমধ্যেই পুজোর ঢাকে কাটি পড়েছে। এবার মহালয়া ২৫ সেপ্টেম্বর। ওই দিন থেকেই পুজোর উদ্বোধন শুরু করার কথা মুখ্যমন্ত্রীর। সেই হিসেবে কাজ চলছিল। কিন্তু ইউনেস্কোর প্রতিনিধিরা জানিয়েছেন, ২৫ সেপ্টেম্বরের আগেই তাঁরা ফের আসছেন। আর তাতেই আগেভাগে কাজ শেষ করতে নেমে পড়েছেন পুজোর উদ্যোক্তারা। ইউনেস্কোর প্রতিনিধিরা কোন কোন মণ্ডপে ঘুরবেন, সেই তালিকায় নাম তুলতেই এই তৎপরতা ও হুড়োহুড়ি।

আরও পড়ুন:Sheikh Hasina-Modi : শেখ হাসিনাকে বিমানবন্দরে স্বাগত জানাবেন নরেন্দ্র মোদি

 

 

Previous articleSheikh Hasina-Modi : শেখ হাসিনাকে বিমানবন্দরে স্বাগত জানাবেন নরেন্দ্র মোদি
Next articleকরম পূজোয় পূর্ণ দিবস ছুটির দাবিতে জাতীয় সড়ক অবরোধ আদিবাসী সংগঠনের