Wednesday, November 5, 2025

পুজোর মুখে চোখ রাঙাচ্ছে ডেঙ্গি: সতর্ক স্বাস্থ্য দফতর, একগুচ্ছ সিদ্ধান্ত কলকাতা পুরসভার

Date:

Share post:

হাতে মাত্র আর কয়েকদিন। তারপরেই বাঙালি সবচেয়ে বড় উৎসব দুর্গাপুজো (Durga Pujo)। কিন্তু তার আগেই রাজ্যজুড়ে চোখ রাঙাচ্ছে ডেঙ্গি (Dengue)। স্বাস্থ্য দফতরের অভ্যন্তরীণ রিপোর্ট অনুযায়ী, শেষ দু’ সপ্তাহে নতুন করে আক্রান্ত হয়েছেন ২২৪০ জন। এখনও পর্যন্ত রাজ্যে মোট আক্রান্তের সংখ্যা ৬৪২৪ জন। গত এক সপ্তাহে শুধু সরকারি হাসপাতালেই ভর্তি হয়েছেন প্রায় ৬০০ রোগী।

আরও পড়ুন:ডেঙ্গি নিয়ে সতর্ক প্রশাসন, নবান্নে রিপোর্ট পাঠাল রাজ্য স্বাস্থ্য দফতর

স্বাস্থ্য দফতরের অভ্যন্তরীণ রিপোর্ট অনুযায়ী, ডেঙ্গির প্রকোপ সবথেকে বেশি উত্তর ২৪ পরগনা, হাওড়া ও উত্তরবঙ্গের জলপাইগুড়িতে। প্রতি বৃহস্পতিবার ডেঙ্গি পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য দফতরে (Health Department) সাপ্তাহিক পর্যালোচনা হয়। তাতেই এই তথ্য মিলেছে।

পাশের দুই জেলায় ডেঙ্গির প্রভাব বৃদ্ধির ফলে তার জের রয়েছে কলকাতাতেও। মশাবাহিত রোগ প্রতিরোধে কড়া পদক্ষেপ নিচ্ছে কলকাতা পুরসভা। কারণ, কলকাতাজুড়ে মশাবাহিত রোগে আক্রান্তের সংখ্যা ক্রমশ বাড়ছে। কলকাতা পুরসভা সূত্রে পাওয়া পরিসংখ্যান অনুযায়ী, জানুয়ারি থেকে এখনও অবধি মোট ডেঙ্গি আক্রান্তের সংখ্যা ৫৬৪। ম্যালেরিয়া আক্রান্ত ৩ হাজারের বেশি।

ডেঙ্গির প্রকোপ বেশি ৮১, ৮২ ও ১০৬ নম্বর ওয়ার্ডে। প্রধানত টালি নালার দু’পাশের বিভিন্ন ওয়ার্ডে ডেঙ্গির প্রকোপ বেশি। এই পরিস্থিতিতে পুরসভার স্বাস্থ্য, নিকাশি-সহ সব বিভাগের আধিকারিক এবং প্রত্যেক বরোর স্বাস্থ্য আধিকারিকদের নিয়ে বৈঠক করেন মেয়র ফিরহাদ হাকিম (Firhad Hakim)। সিদ্ধান্ত হয়,
পুরসভার সমস্ত বিভাগের ১০০ দিনের কর্মীদের ১৪৪টি ওয়ার্ডেই ডেঙ্গি মোকাবিলায় কাজে লাগানো হবে।
টালি নালার দু’ধারে জমে থাকা জঞ্জাল পরিস্কার করতে নৌকো নামানো হবে।
যেখানে যাওয়া যাবে না, সেখানে ড্রোনের মাধ্যমে স্প্রে করা হবে মশা প্রতিরোধক।
কারও জমি পরিষ্কার না থাকলে, সাফাইয়ের খরচ দিলে পুরসভা তা করে দেবে।
বহুতল বা আবাসনের পাশের ফাঁকা জমিতে জঞ্জাল ফেললে বহুতলের আবাসিক এবং জমির মালিক – দু’পক্ষকেই নোটিশ পাঠানো পাঠাবে পুরসভা।

spot_img

Related articles

বিলাসপুরের ট্রেন দুর্ঘটনায় মৃত বেড়ে ৮: মৃত চালকের উপরই দায় চাপানোর চেষ্টা!

বরাবর যেভাবে ট্রেন দুর্ঘটনায় মৃত ট্রেনের চালকের উপর দায় চাপিয়ে অব্যবস্থা ও পরিকাঠামোর অভাবকে ঢাকা দেওয়ার চেষ্টা করে...

ঠাকুরবাড়িতে প্রকাশ্যে ঘরোয়া কোন্দল! শান্তনুর সঙ্গ ছাড়লেন দাদা সুব্রত 

মতুয়া সংগঠন ঘিরে দীর্ঘদিনের অন্দরের টানাপোড়েন এবার প্রকাশ্যে। পারিবারিক অশান্তি এবং সংগঠনের ক্ষমতা ভাগাভাগি নিয়ে ঠাকুরবাড়িতে দেখা দিল...

বিরোধীদের কুৎসায় কালি: রাজ্যে SIR প্রক্রিয়ার প্রথমদিন শান্তিপূর্ণ, তথ্য পেশ কমিশনের

নির্বাচন কমিশনের তরফে বিএলও। রাজনৈতিক দলের তরফে বিএলএ। রাজ্যের নাগরিক ভোটার। এই তিনের সমন্বয়ে মঙ্গলবার থেকে গোটা রাজ্যে...

খুব তাড়াতাড়ি আসবেন কলকাতায়, মুখ্যমন্ত্রীর শুভেচ্ছাবার্তার উত্তরে জানান শাহরুখ

রবিবার শাহরুখ খানের ৬০তম জন্মদিন ছিল। এদিন শাহরুখকে শুভেচ্ছা জানিয়েছিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই শুভেচ্ছার এবার উত্তর...