সোমবার সর্বভারতীয় ফুটবল সংস্থার (AIFF) নব নির্বাচিত সভাপতি কল্যাণ চৌবেকে সংবর্ধনা জানাল আইএফএ (IFA)।

অনুষ্ঠানে আইএফএ-র চেয়ারম্যান সুব্রত দত্ত, সভাপতি অজিত বন্দ্যোপাধ্যায় ও সচিব অনির্বাণ দত্ত তাঁকে স্বাগত জানিয়ে বাংলার ফুটবলের উন্নয়নে কিছু প্রস্তাব দেন। বিশেষ করে, রাজ্য ফুটবল লিগের জন্য আলাদা উইন্ডোর। যাতে মোহনবাগান, ইস্টবেঙ্গলের মতো দলগুলোর স্থানীয় লিগে খেলা নিয়ে সমস্যা না হয়। কল্যাণ আশ্বাস দিয়েছেন, আগামী বছর নতুন ফুটবল ক্যালেন্ডার তৈরি করার। যেখানে রাজ্য লিগগুলোর জন্য আলাদা উইন্ডো থাকবে। এ-ছাড়া রাজ্য সংস্থার সঙ্গে সমন্বয় রেখে জেলা ফুটবলের উন্নতিসাধনের জন্য কাজ করবে ফেডারেশন।


আরও পড়ুন:অস্ট্রেলিয়া-দক্ষিণ আফ্রিকা সিরিজে হার্দিক-ভুবিদের নিয়ে ধোঁয়াশা রাখল বিসিসিআই
