কলকাতা ফেরার পথে বড়সড় দুর্ঘটনার কবলে মন্ত্রী বেচারাম মান্না

দুর্ঘটনার কবলে পড়বেন রাজ্যের মন্ত্রী বেচারাম মান্না(Bechharam Manana)। আসানসোল থেকে কলকাতা যাওয়ার পথে দুর্ঘটনাগ্রস্থ হলো মন্ত্রীর গাড়ি। জানা গিয়েছে, হঠাৎ একটি গাড়ি সামনে চলে আসায় নিয়ন্ত্রণ হারিয়ে পাইলট গাড়িতে(pilot car) ধাক্কা দেয় বেচারাম মান্নার গাড়ি। ঘটনায় জখম হয়েছেন মন্ত্রী। সিঙ্গুরে(Singur) চিকিৎসা করানো কথা হয়েছে তাঁর।

যেন কিছু মঙ্গলবার সকালে আসানসোল গিয়েছিলেন বেচারাম মান্না। সেখানে বেশ কিছু কর্মসূচী ছিল তাঁর। আসানসোল থেকে কলকাতা ফেরার পথে বর্ধমানের জৌগ্রাম এলাকায় দুর্ঘটনার কবলে পড়ে তাঁর গাড়ি। জানা গিয়েছে হঠাৎ পাইলট গাড়ির সামনে একটি গাড়ি চলে আসায়। ইমারজেন্সি ব্রেক কষে পাইলট গাড়িটি। যার জেরে মন্ত্রীর গাড়ি সজোরে ধাক্কা দেয় পাইলট কারে। ঘটনায় যখন হয়েছেন মন্ত্রী বেচারাম মান্না। জানা গিয়েছে সিউড়িতে চিকিৎসকদের পরামর্শ নিয়েছেন তিনি। তাঁর চোট খুব সামান্যই বলে জানা গিয়েছে।