ঘোষণা হয়েছে টি-২০ বিশ্বকাপের জন‍্য ভারতীয় দল, দল দেখে খুশি নন মহম্মদ আজহারউদ্দিন

তাঁর মতে, অস্ট্রেলিয়াগামী দলে থাকা উচিত ছিল মহম্মদ শামি এবং শ্রেয়স আইয়রের। 

সোমবারই ঘোষণা হয়েছে আসন্ন টি-২০ বিশ্বকাপের ( T-20 World Cup) জন‍্য ভারতীয় দল (India team)। ১৫ জনের দলে নেই মহম্মদ শামি, শ্রেয়স আইয়রের মতন ক্রিকেটাররা। আর এতেই খুশি নন ভারতের প্রাক্তন অধিনায়ক মহম্মদ আজহারউদ্দিন। তাঁর মতে, অস্ট্রেলিয়াগামী দলে থাকা উচিত ছিল মহম্মদ শামি এবং শ্রেয়স আইয়রের।

এদিন সোশ্যাল মিডিয়া ভারতীয় দল নিয়ে আজহারউদ্দিন বলেন,” মূল দলে শ্রেয়স আইয়র এবং মহম্মদ শামিকে না দেখে বিস্মিত হলাম। দীপক হুডার জায়গায় শ্রেয়স এবং হর্ষল প‍্যাটেলের জায়গায় শামিকে আমার পছন্দ।”

ভারতের প্রাক্তন অধিনায়কের মতে,অস্ট্রেলিয়ার উইকেটে শামি অনেক বেশি কার্যকর হতেন। সাফল্য পেতেন তিনি। হর্ষলের থেকেও শামির বোলিং সে দেশের উইকেটের জন্য বেশি উপযুক্ত। এর পাশাপাশি অভিজ্ঞতাতেও অনেক এগিয়ে মহম্মদ শামি। অপরদিকে শ্রেয়স আইয়র উইকেটের সব দিকে শট খেলতে পারেন। মিডল অর্ডার ব্যাটার হিসাবেও অনেক এগিয়ে। এমনকি  হুডার থেকে এগিয়ে যে শ্রেয়স।

আরও পড়ুন:ঘোষণা হয়ে গিয়েছে ভারতের টি-২০ বিশ্বকাপের দল, কী বললেন দল নিয়ে গাভাস্কর?

 

Previous articleরাজনৈতিক সংঘর্ষে দেশের মধ্যে বিজেপি শাসিত ত্রিপুরা প্রথম, এনসিআরবি-র রিপোর্টে চাঞ্চল্য
Next articleকেন নীতীশ কুমার প্রধানমন্ত্রীর মুখ হওয়ার যোগ্য নন, ব্যাখ্যা দিলেন কেন্দ্রীয় মন্ত্রী