Monday, August 25, 2025

পূর্ব মেদিনীপুর নতুন জেলা সভাধিপতি উত্তম বারিক, নেত্রীর নির্দেশে দাঁড়ালেন আহত নেতার পাশে

Date:

Share post:

পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের নতুন সভাধিপতি হলেন পটাশপুরের বিধায়ক উত্তম বারিক (Uttam Barik)। মঙ্গলবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Bandopadhyay) পূর্ব মেদিনীপুরের (East Medinipur) জেলা সভাধিপতি হিসেবে তাঁর নাম ঘোষণা করেন। খড়্গপুরের বিদ্যাসাগর ইন্ডাস্ট্রিয়াল পার্কের কনফারেন্স হলে জেলা সভাধিপতি মনোনয়নের বিষয়ে জেলা পরিষদের সমস্ত সদস্য এবং বিধায়কদের নিয়ে বৈঠক করেন মুখ্যমন্ত্রী। পূর্ব মেদিনীপুরের সভাধিপতি হিসেবে নাম প্রস্তাব করার জন্য সকলের মতামত চান। সকলেই তাঁকে জানান, জেলা পরিষদের সভাধিপতি হিসেবে মুখ্যমন্ত্রী যাঁর নাম বলবেন, তিনিই চূড়ান্ত হবেন। এরপরেই উত্তম বারিকের নাম ঘোষণা করেন মুখ্যমন্ত্রী।

পূর্ব মেদিনীপুরের জেলা সভাধিপতি দেবব্রত দাসের মৃত্যুর পর অস্থায়ীভাবে সহ-সভাপতি কাজ দেখাশোনা করছিলেন। সেই পদে এবার কাঁথির দেশপ্রাণ ব্লক থেকে জেলা পরিষদ আসনে জেতা উত্তম বারিক বসলেন। সভাধিপতি হিসাবে তাঁকে নির্বাচিত করার জন্য এদিন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কৃতজ্ঞতা ও প্রণাম জানান উত্তম।

উত্তম বারিক জানান, “ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ‘বাংলার বাড়ি’ ও ‘গ্রামীণ রাস্তা’ বিষয়ে পঞ্চায়েত নির্বাচনের আগে যতটা সম্ভব কাজ সম্পন্ন করার নির্দেশ দিয়েছেন। পূর্ব মেদিনীপুর জেলা পরিষদ সেই কাজ পঞ্চায়েত সমিতি ও গ্রাম পঞ্চায়েতগুলোকে নিয়ে ঐক্যবদ্ধভাবে দ্রুত সম্পন্ন করবে।“

জেলা পরিষদের সভাধিপতি হয়েই মুখ্যমন্ত্রীর নির্দেশে তমলুকের রঘুরামপুর ২ গ্রাম পঞ্চায়েত প্রধান তারক জানাকে দেখতে গেলেন উত্তম বারিক। মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি ও পোস্টার ছেঁড়ার প্রতিবাদ করায়, মঙ্গলবার সকাল সাড়ে এগারোটা নাগাদ তমলুকের রাধামনি টোল প্লাজার কাছে বাঁশ, রড, জুতো দিয়ে রাস্তায় ফেলে তারক জানাকে বেধড়ক মারধর করেন বিজেপি কর্মী-,সমর্থক ও নেতারা। তাঁর জামাকাপড় ছিড়ে দেওয়া হয়। গুরুতর অবস্থায় পুলিশ তাঁকে উদ্ধার করে তমলুকের জেলা হাসপাতালে ভর্তি করে। সেই খবর পাওয়ার পর উত্তম বারিক এবং তমলুক সাংগঠনিক জেলার সভাপতি সৌমেন মহাপাত্রকে তারককে দেখতে যাওয়া ও চিকিৎসার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ করার নির্দেশ দেন মুখ্যমন্ত্রী। এদিন সন্ধেয় তাঁরা তমলুকে জেলা হাসপাতালে গিয়ে তারকের সঙ্গে দেখা করেন। উত্তম এবং সৌমেন দুজনেই জানান, “একজন প্রহৃত তৃণমূল কংগ্রেস কর্মী তথা গ্রাম পঞ্চায়েত প্রধানের জন্য মমতা বন্দ্যোপাধ্যায়ের স্নেহ দেখে আমরা অভিভূত। এই কারণেই তিনি সবচেয়ে বড় জননেত্রী।”

আরও পড়ুন- কলকাতা ফেরার পথে বড়সড় দুর্ঘটনার কবলে মন্ত্রী বেচারাম মান্না


 

 

 

 

spot_img

Related articles

মহিলা সংঘের ভোটে বিপুল জয় তৃণমূলের, অন্য সমিতিতে জিতেই নন্দীগ্রামে ‘তাণ্ডব’ বিজেপির!

নন্দীগ্রামের সমবায় নির্বাচনে একদিকে নাটশাল–১ মহিলা সংঘে বিপুল জয় পেল তৃণমূল, অন্যদিকে বিরুলিয়া সমবায় কৃষি উন্নয়ন সমিতির বোর্ড...

কলকাতার সর্বজনীন পুজো ডিরেক্টারি: দু-মলাটে বাংলার দুর্গোৎসবের ৪৩৪ বছরের ইতিহাস

রবিবাসরীয় সন্ধেয় গড়িয়াহাটের একটি ব্যাঙ্কয়েটে আড্ডার আবহে প্রকাশিত হল সাংবাদিক-লেখক সম্রাট চট্টোপাধ্যায়ের বই 'কলকাতার সর্বজনীন পুজো ডিরেক্টারি'। উপস্থিত...

তৃণমূল–সমাজবাদী পার্টির পথে এবার আম আদমি পার্টি! জেপিসিতে থাকছে না আপও 

সংবিধান সংশোধনী বিল খতিয়ে দেখতে গঠিত যৌথ সংসদীয় কমিটি (জেপিসি) থেকে দূরে থাকার সিদ্ধান্ত নিল আম আদমি পার্টি।...

মোদির বিরুদ্ধে সরব! হিটলারি কোপে লাদাখের সোনম ওয়াংচু

দফা এক দাবি এক। লাদাখের জন্য একই দাবিতে আজও অনড় সমাজকর্মী সোনম ওয়াংচু (Sonam Wangchuk)। লাদাখের জমি, যা...