Tuesday, January 13, 2026

হনুমানের দৌরাত্ম্যে অতিষ্ঠ হয়ে অভিনব চাল পুলিশের! ফল মিলল হাতেনাতে

Date:

Share post:

হনুমানের (Monkey) দাপাদাপিতে কাজ করা দায়। এ তো আর যেমন তেমন কাজ নয়, প্রশাসনিক কাজ (Administrative Work)। দিনের পর দিন হনুমানদের দৌরাত্ম্যে অতিষ্ঠ হয়ে এবার পাল্টা চাল দিল কেরলের ইদ্দুকি জেলার কুমবামমেট্টু থানার (kumbammettu Police Station) আধিকারিকরা। নকল সাপে কিস্তিমাৎ।

জঙ্গলের কাছেই থানা। খাবারের খোঁজে প্রতিদিনই থানায় হানা দেয় হনুমানের দল। এসেই শুরু দাপাদাপি। থানার ভিতরে ঢুকে পুলিশের কাজকর্মে বিঘ্ন ঘটানোর পাশপাশি থানায় একাধিক সমস্যা নিয়ে আসা সাধারণ মানুষদেরও গভীর সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। খোয়া যাচ্ছে থানার একাধিক গুরুত্বপূর্ণ নথিও। অত্যাচার মাত্রা ছাড়াতেই নড়েচড়ে বসেন থানার উচ্চপদস্থ আধিকারিকরা। কীভাবে এই সমস্যা থেকে মুক্তি পাওয়া যায় তা নিয়ে চিন্তা করতে থাকে। তখনই মাথায় আসে এক বুদ্ধি। সাপকে কাজে লাগাতেই মুশকিল আসান। বুনো ওলের দাওয়াই একেবারে বাঘা তেঁতুল। আর সাপকে কাজে লাগাতেই এক সেকেন্ডে হনুমানের দাপাদাপি কমে যায়। তবে আশ্চর্য বিষয় হল, এই সাপ আসল নয়। নকল রংবেরঙের প্ল্যাস্টিকের সাপ। বাজার থকে নকল সাপ কিনে এনে তা থানার একাধিক জায়গায় ছড়িয়ে দেওয়া হয়। বিশেষত, গাছে যেখানে খাবারের খোঁজে বেশি হানা দিত হনুমানরা। সাপের দাওয়াই ম্যাজিকের মতো কাজ করে। হাতেনাতে মেলে ফল। কেরলের থানার এমন অভিনব ঘটনা সামনে আসতেই থানার আধিকারিকদের কুর্নিশ জানিয়েছেন নেটাগরিকরা।

থানারই এক কর্মী জানিয়েছেন, হনুমানরা দলে দলে থানায় আসত। থানার বাগান তছনছ করা থেকে শুরু করে থানায় ঢুকে দৌরাত্ম্য করত। পাশের গ্রামের এক চাষির থেকে তাঁরা জানতে পারেন, ক্ষেত থেকে হনুমান তাড়াতে তিনি প্লাস্টিকের সাপ ব্যবহার করেন। তাঁর সেই পরিকল্পনাকেই কাজে লাগানোর চেষ্টা করতেই হাতেনাতে ফল মেলে।

spot_img

Related articles

ফাঁকা থাকবে স্টেডিয়াম, জেমাইমা – হরমনপ্রীতদের ম্যাচ নিয়ে বিশেষ ঘোষণা বোর্ডের!

ঘরের মাঠে দেশি - বিদেশি ক্রিকেটাররা একে অন্যের প্রতিপক্ষ হয়ে জমিয়ে দিয়ে দিয়েছেন WPL-র বাইশ গজের লড়াই। প্রতি...

সাতসকালে মেট্রো বিভ্রাট, ব্লু লাইনে আংশিক ব্যাহত পরিষেবা

মঙ্গলবার সকাল থেকেই আংশিক ব্যহত ব্লু-লাইনের মেট্রো চলাচল। সকালের ব্যস্ত অফিস টাইমে চরম দুর্ভোগে নিত্য যাত্রীরা। দিনের প্রথম...

নিপা ভাইরাসের আশঙ্কা! রাজ্যকে পূর্ণ সহযোগিতার আশ্বাস কেন্দ্রের

রাজ্যের কল্যানী AIMS-এর ICMR-VRDL-এ দুইটি সন্দেহজনক নিপা ভাইরাস সনাক্ত হওয়ার পর রাজ্য সরকারকে পূর্ণ প্রযুক্তিগত, লজিস্টিক ও কার্যকরী সহযোগিতার...

কলকাতা হাইকোর্টের নতুন প্রধান বিচারপতির দায়িত্বে বিচারপতি সুজয় পাল 

কলকাতা হাইকোর্টের নতুন প্রধান বিচারপতি হিসেবে নিযুক্ত হলেন বিচারপতি সুজয় পাল। এতদিন তিনি ওই আদালতের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির...