রেল অবরোধের জেরে বাতিল একাধিক ট্রেন, রইল ট্রেনগুলির তালিকা

কোথাও শিক্ষক বদলির দাবি, আবার কোথাও কুড়মি সম্প্রদায়কে SC তালিকায় অন্তর্ভুক্তির দাবিতে রেল অবরোধ। এই পরিস্থিতিতে একাধিক ট্রেন বাতিল করল দক্ষিণ-পূর্ব রেল। এমনকি বেশ কয়েকটি ট্রেনের যাত্রাপথও বদল করা হয়েছে। রেলের তরফে বিবৃতি দিয়ে বাতিল ট্রেনের তালিকা প্রকাশ করা হয়েছে।  যাত্রীদের দুর্ভোগের জন্য দুঃখপ্রকাশ করা হয়েছে রেল তরফে।

আরও পড়ুন: জাতীয় সড়ক ও রেল অবরোধ করে বিক্ষোভ কুড়মি সম্প্রদায়ের , দুর্ভোগে যাত্রীরা

এক নজরে দেখে নিন কী কী ট্রেন বাতিল করা হল-

1.চক্রধরপুর-গোমা মেমু এক্সপ্রেস

2.টাটা-দানাপুর এক্সপ্রেস

  1. টাটা-আসানসোল মেমু প্যাসেঞ্জার

4.আসানসোন-টাটা-আসানসোল এক্সপ্রেস

5.হাতিয়া খড়্গপুর এক্সপ্রেস

  1. বরকাকানা-আদ্রা স্পেশাল
  2. রাঁচি-আসানসোল স্পেশাল
  3. ঝাড়গ্রাম-ধানবাদ এক্সপ্রেস

9.ধানবাদ-ঝাড়গ্রাম এক্সপ্রেস

  1. টাটানগর-হাওড়া স্টিল এক্সপ্রেস
  2. চক্রধরপুর-টাটানগর স্পেশাল
  3. টাটানগর-খড়্গপুর স্পেশাল
  4. টাটানগর-চক্রধরপুর স্পেশাল



যে সকল ট্রেনের যাত্রাপথ বদল হয়েছে-

1.হাওড়া চক্রধরপুর এক্সপ্রেস( ট্রেনটি আদ্রা, রুকনি, ভোজুডিহি, মাহুদা, জনুনিয়াতনা, রাজাবেরা, বোকারো স্টিল সিটি, কোটশিলা, মুরি, গুন্দা বিহার, চান্দিল হয়ে যাবে)

2.ধানবাদ-টাটা-ধানবাদ এক্সপ্রেস ( ট্রেনটি পাথরডিহি পর্যন্ত, আসানসোল-টাটা মেমু প্যাসেঞ্জার আদ্রা পর্যন্ত যাবে, সাঁতরাগাছি-পুরুলিয়া-হাওড়া এক্সপ্রেস আদ্রা পর্যন্ত যাবে, খড়্গপুর-হাতিয়া এক্সপ্রেস আদ্রা পর্যন্ত যাবে)।

Previous article‘খুশি’র আনন্দে মাতল হাসপাতাল, রীতি মেনে অনাথ শিশুর অন্নপ্রাশন চুঁচুড়ার
Next articleনির্দিষ্ট সময়ের আগেই অস্ট্রেলিয়া উদ্দেশে রওনা দেবে টিম ইন্ডিয়া, বাড়তি একটি প্রস্তুতি ম্যাচের আয়োজনে বিসিসিআই : সূত্র