র*ক্তাক্ত রাজধানীর রাজপথ, ঘুমন্ত শ্রমিকদের পিষে দিল ট্রাক, মৃত ৪

ডিভাইডারে গভীর ঘুমে আছন্ন ফুটপাতবাসীরা। আচমকাই ট্রাক এসে পিষে দিল ৬ জনকে।মঙ্গলবার রাতে দিল্লির সীমাপুরীতে এই দুর্ঘটনাটি ঘটে।  মর্মান্তিক এই দুর্ঘটনায় ৪ জনের  মৃত্যু হয়েছে। এঁদের মধ্যে ঘটনাস্থলেই মারা গেছেন ২ জন। বাকিরা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় প্রাণ হারান।

আরও পড়ুন:ইডির চার্জশিটে থাইল্যান্ড সফরে পার্থ-অর্পিতার সঙ্গী ছিলেন স্নেহময়! কে তিনি?

পুলিশ তরফে জানানো হয়েছে, মঙ্গলবার রাত দু’টো নাগাদ ঘটনাটি ঘটে। ওই সিগন্যালের কাছেই রাস্তার ডিভাইডারে ঘুমোচ্ছিলেন কয়েকজন। এমন সময়ই দ্রুত গতিতে আসা একটি ট্রাক আচমকা তাদের চাপা দিয়ে দেয়।মৃতদের নাম করিম (৫২), ছোটে খান (২৫), শাহ আলম (৩৮) ও রাহু (৪৫)। মনীশ (১৬) ও প্রদীপ (৩০) নামক দুই যুবক দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন।তবে, ঘটনার পরই ট্রাক ছেড়ে পালিয়ে যায় চালক। তার খোঁজ চালাচ্ছে পুলিশ।

ইতিমধ্য়েই পুলিশের তরফে ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে। ঘাতক ট্রাক ও তার চালককে গ্রেফতারের জন্য একাধিক দল গঠন করা হয়েছে বলেও জানা গিয়েছে। ঠিক কী কারণে দুর্ঘটনাটি ঘটল সেটারও সন্ধান করা হচ্ছে। শুধুই অতিরিক্ত গতি নাকি চালক মদ্যপ থাকায় দুর্ঘটনা, জানার চেষ্টা করছে পুলিশ।

Previous articleঅস্কারে মনোনীত ভারতীয় সিনেমা, বলিউডকে টেক্কা দিল গুজরাট
Next articleDengue: পুজোর মুখেই বাড়ছে সংক্রমণ! বুধবার জেলার স্বাস্থ্য আধিকারিকদের নিয়ে বিশেষ বৈঠক