Dengue: পুজোর মুখেই বাড়ছে সংক্রমণ! বুধবার জেলার স্বাস্থ্য আধিকারিকদের নিয়ে বিশেষ বৈঠক

অ্যান্টি লার্ভা স্প্রে থেকে শুরু করে, ইনডোর ফগিং,স্বাস্থ্য কর্মীদের বাড়ি বাড়ি গিয়ে খোঁজ নেওয়া এমনকি ঘনবসতিপূর্ন অঞ্চলে রেসিডুয়াল স্প্রে’ করার ক্ষেত্রে জোর দেওয়ায় চিন্তা ভাবনা করছে পুরনিগম।

পুজোর আগে লাগামছাড়া ডেঙ্গি (Dengue), চিন্তা বাড়ছে রাজ্য স্বাস্থ্য দফতরের (West Bengal health department)। কলকাতা (Kolkata)এবং শহরতলীর বেশ কিছু জায়গায় ডেঙ্গির প্রকোপ বাড়ছে। পরিস্থিতির গুরুত্ব বুঝে বুধবারই হেলফ সেক্রেটারি (Health Secretary) ও ডিএইচএস (DHS) জেলার স্বাস্থ্য আধিকারিকদের নিয়ে বৈঠক করবেন বলে জানা যাচ্ছে।

ঘনঘন চরিত্র বদলাচ্ছি ডেঙ্গি। ইতিমধ্যেই কলকাতার মেয়র ফিরহাদ হাকিম (Firhad Hakim) স্বাস্থ্যকর্তাদের সঙ্গে বৈঠক করেছেন। এবার জেলার স্বাস্থ্য আধিকারিকদের বৈঠকের প্রশাসনের আরো কী কী সর্তকতা অবলম্বন করা উচিত তাই দিয়ে বিস্তারিত আলোচনা হবে বলে জানা যাচ্ছে। স্বাস্থ্য দফতরেরই রিপোর্ট অনুযায়ী, উত্তর ২৪ পরগনা, সল্টলেক, দক্ষিণ দমদম, টিটাগড়, দেগঙ্গা, বারাসত-১, স্বরূপনগর-সহ বিভিন্ন শহরাঞ্চলে-গ্রামীণ এলাকায় বাড়ছে ডেঙ্গি। পাশাপাশি দক্ষিণ কলকাতায় ক্রমাগত ডেঙ্গি আক্রান্তের সংখ্যা বাড়ায়, এলাকা চিহ্নিত করার পর বিশেষ নজর দেওয়ার চিন্তাভাবনা করছে প্রশাসন। অ্যান্টি লার্ভা স্প্রে থেকে শুরু করে, ইনডোর ফগিং,স্বাস্থ্য কর্মীদের বাড়ি বাড়ি গিয়ে খোঁজ নেওয়া এমনকি ঘনবসতিপূর্ন অঞ্চলে রেসিডুয়াল স্প্রে’ করার ক্ষেত্রে জোর দেওয়ায় চিন্তা ভাবনা করছে পুরনিগম।

Previous articleর*ক্তাক্ত রাজধানীর রাজপথ, ঘুমন্ত শ্রমিকদের পিষে দিল ট্রাক, মৃত ৪
Next articleশান্তিনিকেতনের শিশু হত্যার ঘটনায় উত্তাল বিধানসভা, ওয়াক আউট বিজেপি বিধায়কদের