Thursday, December 25, 2025

ত্রিপুরা বিজেপিতে ফের ভাঙন, বিধায়ক পদ ও অনুগামীদের নিয়ে দল ছাড়লেন বুরবা মোহন ত্রিপুরা

Date:

Share post:

বছর ঘুরলেই হাইভোল্টেজ বিধানসভা নির্বাচন। তার আগে হাবুডুবু খাচ্ছে রাজ্যের শাসক দল বিজেপি। বিধানসভা ভোটের মাত্র কয়েক মাস আগেই ফের গেরুয়া শিবিরে ভাঙন। এবার বিধায়ক পদ থেকে ইস্তফা দিলেন ত্রিপুরার বিজেপি বিধায়ক বুরবা মোহন ত্রিপুরা। শুধু বিধায়ক পদ থেকেই ইস্তফা দেওয়া নয়, পত্রপাঠ তিনি বিজেপির সদস্যপদও ছেড়ে দিলেন। সূত্রের খবর, বুরবা মোহন ত্রিপুরা রাজ্যের আঞ্চলিক রাজনৈতিক দল টিপরা মোথায় যোগ দিতে চলেছেন। ফলে আগামী বছর বিধানসভা নির্বাচনের আগে একের পর এক বিধায়ক দল ছাড়ায় বেশ চাপে গেরুয়া শিবির।

প্রসঙ্গত, এই নিয়ে ক্ষমতায় আসার পর গত সাড়ে চার বছরে চতুর্থ বিধায়ক, যিনি বিজেপি ছাড়লেন। ফলে ত্রিপুরা বিজেপির বিড়ম্বনা কমার কোনও লক্ষণ নেই। গোমতি জেলার কারবুকের বিধায়ক বুরবা মোহন ত্রিপুরা ইস্তফা দিয়ে জানিয়েছেন, বিজেপির মতো জাতীয় দলে তিনি আর থাকতে চান না। একইসঙ্গে বিজেপির প্রাথমিক সদস্যপদও ছেড়ে দিয়েছেন তিনি। তাৎপর্যপূর্ণ ব্যাপার হল, ইস্তফা দেওয়ার সময় বুরবা মোহনের সঙ্গেই ছিলেন টিপরা মোথার চেয়ারম্যান প্রদ্যোৎকিশোর মাণিক্য দেববর্মা। যদিও তিনি নিজে এ বিষয়ে কোনও মন্তব্য করেননি।

ত্রিপুরা বিধানসভার স্পিকার রতন চক্রবর্তী এ প্রসঙ্গে বলেন, “কুরবুকের বিজেপি বিধায়ক আমার কাছে এসেছিলেন। তিনি ব্যক্তিগত কারণে বিধায়কপদ থেকে ইস্তফা দিতে চেয়েছেন। তাঁর সঙ্গেই ছিলেন টিপরা মোথার চেয়ারম্যান প্রদ্যোৎকিশোর মাণিক্য দেববর্মা। সমস্ত নিয়ম মেনে ইস্তফা দেওয়ায় তাঁর পদত্যাগপত্র গ্রহণ করা হয়েছে। এর আগে, বিজেপি বিধায়ক আশিস দাস তৃণমূলে যোগ দেন। সুদীপ রায়বর্মণ এবং আশিস কুমার সাহা বিজেপি ছেড়ে কংগ্রেসে যান।

আরও পড়ুন- কুড়মি সম্প্রদায়ের দাবি মানল রাজ্য, এখনও চলছে অবরোধ

spot_img

Related articles

ঝাড়খণ্ডের সাফল্যে রয়েছে ক্যাপ্টেন কুলের মস্তিস্ক! জানুন নেপথ্যের ঘটনা

কয়েকদিন আগেই সৈয়দ মুস্তাক আলি ট্রফি(Syed Mushtaq Ali Trophy.) জিতেছে ঝাড়খন্ড(Jharkhand)। ঈশান কিষানের নেতৃত্বে দুরন্ত পারফরম্যান্স করেছে ঝাড়খণ্ড...

এটাই ‘বেটি বাঁচাও’-এর বাস্তবতা! উন্নাও-এর নির্যাতিতাকে ওমপ্রকাশের উপহাসের তীব্র নিন্দা অভিষেকের

উন্নাও-এর ঘটনা নিয়ে উত্তরপ্রদেশের (Uttar Pradesh) মন্ত্রী ওমপ্রকাশ রাজভরের উপহাসের তীব্র নিন্দা করলেন তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক...

পুলিশের এনকাউন্টারে মৃত মাওবাদী শীর্ষনেতা গণেশ, মাথার দাম ছিল ১ কোটি

এক মাওবাদী শীর্ষনেতা ( Moist leader) মাডবী হিডমাকে এনকাউন্টার করার এক মাসের মধ্যেই বৃহস্পতিবার নিরাপত্তাবাহিনীর সঙ্গে লড়াইয়ে এনকাউন্টার...

আবার দুই বিজেপি-রাজ্য: বড়দিন উদযাপনে হামলা বজরং দলের

ধর্মীয় সম্প্রদায়ের উপর হামলার ঘটনা থেকে নিস্তার নেই খ্রিস্টান সম্প্রদায়ের মানুষেরও। একাধিক বিজেপি রাজ্যে বারবার প্রমাণিত হয়েছে এই...