Sunday, January 25, 2026

বিদেশে চাকরির টোপ দিয়ে অপহরণ করে মুক্তিপণ, কলকাতা থেকে গ্রেফতার ৩

Date:

Share post:

বিদেশে চাকরির টোপ দিয়ে অপহরণ। এরপর পরিবারের কাছে মোটা টাকার মুক্তিপণের দাবির অভিযোগ পেয়ে চক্রের তিন পাণ্ডাকে গ্রেফতার করল বিধাননগর কমিশনারেটের পুলিশ। সেই সঙ্গে উদ্ধার করা হয় ১৮ যুবককেও।

আরও পড়ুন:মহালয়ার দিন চেতলা অগ্রণী থেকে জেলায় জেলায় ভার্চুয়ালি পুজো উদ্বোধন মুখ্যমন্ত্রীর

বিধাননগর কমিশনারেটের গোয়েন্দা প্রধান বিশ্বজিৎ ঘোষ জানিয়েছেন, ভিনরাজ্য থেকে আসা যুবকদের বিদেশে চাকরি দেওয়ার নাম করে তাদের অপহরণ করা হত। এরপর তাঁদের পরিবারের থেকে মোটা টাকা নিয়েছিল ধৃতরা। এমন ১৮ জন চাকরিপ্রার্থীকে নিয়ে আসা হয় কলকাতা বিমানবন্দর এলাকায়। সেখানে তাঁদের দু’টি হোটেলে দুই থেকে তিন দিন রাখা হয়েছিল। এর পর ওই ১৮ জনকে নিয়ে যাওয়া হয় ইকো আর্বান ভিলেজ এলাকার একটি বাড়িতে। সেখানে তাঁদের ১০ দিন রাখা হয়েছিল।গোপন সূত্রে খবর পেয়ে ওই বাড়ি থেকে ১৮ জন যুবককে উদ্ধার করে পুলিশ। তাঁদের মধ্যে আট জন মানসিক ভাবে বিপর্যস্ত থাকায় তাঁদের ছেড়ে দেওয়া হয়েছে বলে জানিয়েছেন গোয়েন্দাপ্রধান। বাকি ১০ যুবককে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

হরিয়ানার এক বাসিন্দা বিধাননগর কমিশনারেটে অভিযোগ করেন, তাঁর ছেলেকে আটকে রাখা হয়েছে। অভিযোগকারীর দাবি, আমেরিকায় চাকরি করে দেওয়ার নাম করে তাঁদের থেকে ৪০ লক্ষ টাকা নিয়েছে একদল প্রতারক। চাকরির টোপ দেখিয়ে তাঁর ছেলেকে হরিয়ানা থেকে কলকাতায় নিয়ে যাওয়া হয়েছে বলেও পুলিশকে জানান অভিযোগকারী। এর পর ফোনে তাঁদের থেকে দাবি করা হয় আরও ৩৫ লক্ষ টাকা। তারপরই বিধাননগর কমিশনারেটের দ্বারস্থ হয়  হরিয়ানার ওই বাসিন্দা। অভিযোগ পেয়ে হরিয়ানার ওই যুবকের মোবাইলের টাওয়ার লোকেশন ধরে তদন্তে নামে বিধাননগর কমিশনারেট। সেই সূত্র ধরেই শুরু হয় তদন্ত। ফাঁস হয়ে যায় আন্তর্জাতিক ওই প্রতারণা চক্রের। ধৃতদের ফ্ল্যাট ভাড়া দেওয়ার অভিযোগে আটক করা হয়েছে এক চিকিৎসককেও। তাঁকেও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

spot_img

Related articles

জম্মু ও কাশ্মীরে ভয়াবহ তুষারপাতের জের, বরফের তলায় চাপা পড়লেন যুবক!

অল্পের জন্য প্রাণ বাঁচল জম্মু ও কাশ্মীরের এক যুবকের। আচমকা বরফ চাপা পড়ে যুবককে তৎপরতার সঙ্গে উদ্ধার করল...

তুষারঝড়ে বিপর্যস্ত আমেরিকা: বিদ্যুৎবিহীন বিস্তীর্ণ এলাকা, বাতিল ১০ হাজারের বেশি বিমান

মার্কিন যুক্তরাষ্ট্র জুড়ে তীব্র তুষারঝড়ে বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। দক্ষিণ থেকে উত্তর-পূর্ব পর্যন্ত প্রায় ১,৩০০ মাইল বিস্তৃত এলাকায়...

নন্দীগ্রামে ফের সমবায় জয় তৃণমূলের! সেবাশ্রয়ের সুফল!

বিধানসভা নির্বাচনের আগেই কী বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর(Shuvendu Adhikari) দিক থেকে মুখ ঘুরিয়ে নিচ্ছে নন্দীগ্রাম(Nandigram)। গত কয়েকটি সমবায়...

সায়নের গোলই স্বস্তির জয়, কোয়ার্টার ফাইনালে বাংলা

সন্তোষ ট্রফিতে(Santosh Trophy) রাজস্থানকে ১-০ গোলে হারাল বাংলা (Bengal)। তিন ম্যাচ জিতে শেষ আটে স্থান নিশ্চিত বঙ্গ ব্রিগেডের।...