Monday, July 14, 2025

পুজোয় জনসংযোগ বাড়াতে মিঠুনকেই হাতিয়ার করছে বঙ্গ বিজেপি

Date:

Share post:

কেন্দ্রীয় পর্যবেক্ষকদের তরফে দুর্গাপুজোকে জনসংযোগের হাতিয়ার করার নির্দেশ পাওয়ার সঙ্গে সঙ্গেই প্রাক পুজোয় বিশেষ জনসংযোগ কর্মসূচির  রূপরেখা চূড়ান্ত করে ফেলেছে বঙ্গ বিজেপি। আর এই কর্মসূচির ‘মুখ’ হিসেবে বিজেপি তুলে ধরতে চাইছে মিঠুন চক্রবর্তীকে।  রাজ্যে একাধিক প্রাকপুজো কর্মসূচি পালনের উদ্যোগ নিয়েছে বিজেপি। উৎসবের মরশুমে জনসংযোগের লক্ষ্যে তাই মিঠুন চক্রবর্তীকে সামনে এনে বাংলা ও বাঙালির আবেগকে কাজে লাগাতে চাইছে বাংলার গেরুয়া শিবির।

আরও পড়ুন:থাকার জায়গা পাচ্ছেন না মিঠুন, পুজো উদ্বোধন নিয়ে অনিশ্চয়তা

শুক্রবারই কলকাতায় পা রেখেছেন মিঠুন।তখনই বলেছিলেন, রাজ্যের জেলাগুলিতে দলের হয়ে কাজ করবেন তিনি। সেইমত রবিবার সকালেই বালুরঘাটে দুর্গোৎসব উপলক্ষে বিজেপির কর্মসূচিতে বিজপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের সঙ্গে দেখা গেল তাঁকে।

মিঠুন চক্রবর্তীকে সামনে রেখেই আজ থেকে প্রাক পুজো সম্মেলন রয়েছে বঙ্গ বিজেপির। এদিন সন্ধ্যায় বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের পুজো হিসেবে পরিচিত দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাটের নিউটাউন ক্লাব দুর্গোৎসবের উদ্বোধন করবেন মিঠুন চক্রবর্তী। এরপর মালদার উদ্দেশে রওনা দেবেন তিনি।

বিজেপি সূত্রের খবর, সোমবার সকালে শিয়ালদহ স্টেশনে পৌঁছে সোজা তিনি চলে যাবেন নিউটাউনের হোটেলে। সেদিন আর তাঁর কোনও কর্মসূচি নেই। পরের দিন সকালে মঙ্গলবার, মিঠুন চক্রবর্তীর প্রাক পুজো সম্মেলনে হুগলি জেলার আরামবাগে যোগ দেওয়ার কথা । সেখানেও সাংগঠনিক নেতৃত্বের সঙ্গে বৈঠক ও পুজোর শুভেচ্ছা বিনিময় করার কথা রয়েছে তাঁর। সেদিনই সন্ধ্যায় ফের কলকাতায় ফেরা। এছাড়াও পূর্ব বর্ধমান এবং বীরভূম, এই দুই জেলাতেও দলের বিশেষ জনসংযোগ কর্মসূচিতে যোগ দেবেন মিঠুন।

spot_img

Related articles

বিজেপির মধ্যপ্রদেশে মন্দিরে ব্রাত্য দলিতরা

সবকা সাথ, সবকা বিকাশ। হ্যাঁ, নরেন্দ্র মোদীর বিজেপির (BJP) গোটা দেশ জুড়ে শুধু একটাই বার্তা। কিন্তু আদতে কি...

একুশের প্রস্তুতিসভায় বাম জমানার সন্ত্রাস মনে করালেন কুণাল 

একুশে জুলাইয়ের ঐতিহাসিক সমাবেশের বাকি হাতে গোনা কয়েকটা দিন। রাজ্য জুড়ে জোরকদমে চলছে প্রস্তুতি। রবিবাসরীয় বৃষ্টির সন্ধ্যায় বেহালায়...

একুশের প্রস্তুতিসভায় জনজোয়ার, কাঁথিতে বিজেপি ছেড়ে তৃণমূলে বুথ সভাপতি-সহ ২০০ কর্মী

২৬-এর বিধানসভা নির্বাচনের আগে বড়সড় ভাঙন বিজেপিতে। রবিবার বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিলেন প্রায় ২০০ বিজেপি নেতা-কর্মী। যাঁদের...

অগ্রগতিতে অগ্রণী: তথ্য দিয়ে প্রমাণ তৃণমূলের

দেশের উন্নয়ন থেকে বঞ্চিত রাখা হয়েছে শুধুমাত্র বাংলাকে। কিন্তু কোনওভাবেই যে বাংলাকে দমিয়ে রাখা যাবে না, তার প্রমাণ...