Friday, August 22, 2025

ঘরে ফিরলেন ঝুলন, জানালেন জীবনে একটা আক্ষেপ তাঁর রয়ে গিয়েছে 

Date:

Share post:

আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানিয়ে ঘরে ফিরলেন ঝুলন গোস্বামী (Jhulan Goswami) ৷ সোমবার সকালে কলকাতা বিমানবন্দরে নামেন তিনি ৷ শহরে পা রেখেই জানিয়ে দিলেন ২০ বছরের ক্রিকেট কেরিয়ারে তাঁর একটাই আক্ষেপ, বিশ্বকাপ হাতে নিতে পারলেন না তিনি।

এদিন ঝুলন গোস্বামীকে বিমানবন্দরে স্বাগত জানাতে উপস্থিত ছিলেন, সিএবি সভাপতি অভিষেক ডালমিয়া এবং অন্যান্য কর্তারা ৷ ফুলের মালা ও স্তবক দিয়ে স্বাগত জানানো হয় ঝুলনকে ৷ এদিন ঝুলনের সঙ্গে দেখা করতে বিমানবন্দরে উপস্থিত ছিলেন অনেক খুদে। তারা বাংলার অনুর্ধ্ব-১৬ মহিলা দলের হয়ে খেলছে ৷ তাঁদের সঙ্গেও কথা বলেন ঝুলন।

এদিন শহের পা রেখে ঝুলন বলেন,” সব ক্রীড়া ব‍্যক্তিদের একটা সময় অবসর নিতে হয় ৷ আর কেরিয়ারের শেষটা ইতিবাচকভাবে শুরু করতে পেরে আনন্দিত লাগছে। তবে ২০ বছরের ক্রিকেট কেরিয়ারে একটাই আক্ষেপ, বিশ্বকাপ হাতে নিতে পারিনি।

ঝুলনের সঙ্গেই কলকাতায় ফিরেছেন অলরাউন্ডার দীপ্তি শর্মা। শার্লট ডিনকে রান আউট করা নিয়ে হওয়া বিতর্ক প্রসঙ্গে তাঁকে প্রশ্ন করা হয় এদিন৷ সেই নিয়ে যা নিয়ে দীপ্তি বলেন,” নিয়মের মধ্যে থেকেই যা করার করেছি ৷ আর শার্লট ডিনকে এর আগেও সতর্ক করেছিলাম ৷ তা আম্পায়ারকেও জানিয়ে ছিলাম ৷ কিন্তু, শার্লট বারবার তাঁর ডেলিভারির আগেই ক্রিজ ছেড়ে বেরিয়ে যাচ্ছিলেন ৷ ফলে ওই ওভারের চতুর্থ বলে ডিনকে রান আউট করি ৷”

আরও পড়ুন:‘কখনও কখনও চ‍্যালেঞ্জ নিতে হয়’, ম‍্যাচ শেষে বললেন সূর্যকুমার

spot_img

Related articles

সোনা জয়ী অভিনবকে শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর

এশিয়ান শুটিং চ্যাম্পিয়নশিপ জুনিয়র (Asian Shooting Championship) এয়ার রাইফেল বিভাগে বাংলার অভিনব সাউয়ের (Abhinaba Shaw)। তাঁর এই সাফল্যই...

পুজোর আগে রাজ্য পুলিশের শীর্ষস্তরে রদবদল! পরিবর্তন হল ৬ জেলার এসপি-ডিসি

পুজোর মুখে রাজ্য পুলিশের শীর্ষ পদে বড়সড় রদবদল করল নবান্ন। বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, একাধিক জেলায় পুলিশ...

‘নোরা ফাতেহি’ হতে হবে! স্ত্রীকে জোর করে শরীরচর্চা করিয়ে গর্ভপাত শিক্ষকের

যোগীরাজ্যে স্কুলশিক্ষকের ফ্যান্টাসির চূড়ান্ত নমুনা! স্ত্রীকে হতে হবে রোগা ছিপছিপে চেহারার। আর সেই চেহারা বানাতে গিয়েই স্বামীর নির্মম...

গান-কবিতায় সংসদে সরব তৃণমূল! বয়কট রাজ্যসভার চা-চক্র

বৃহস্পতিবার অধিবেশনের শেষ দিনে সংসদ উত্তাল হল বাংলা গান, কবিতা, বিক্ষোভ, প্রতিবাদে। সংসদের অন্দরে যেমন কালাকানুন, এসআইআর, ভাষাসন্ত্রাসের...