দ্রুত শূন্যপদে নিয়োগ চায় রাজ্য, আদালতের রায় মেনে পদক্ষেপ: আন্দোলন প্রত্যাহারের আবেদন শিক্ষামন্ত্রীর

আদালতের কাছে দুটি প্রস্তাব দিয়ে SSC-র পিটিশন দাখিল। আদালতের কোর্টে বল

দ্রুত শূন্যপদে নিয়োগ চায় রাজ্য। মোট ১৪৯১৬ পদ সৃষ্টি। SSC-তে নতুন করে পদ তৈরি ১৬০০। শিক্ষক নিয়োগে রাজ্যের প্রস্তুতির রিপোর্ট আদালতে পেশের আগে মঙ্গলবার, সাংবাদিক বৈঠক করে জানালেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। একই সঙ্গে আন্দোলনরত চাকরি প্রার্থীদের কাছে শিক্ষামন্ত্রীর আবেদন- আন্দোলন প্রত্যাহ্যার করে নিন।

ব্রাত্য বসু বলেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চান না কারও চাকরি চলে যাক। এও চান না যে যোগ্য প্রার্থীরা বঞ্চিত হোক। তাই নতুন করে পদ তৈরি করে দ্রুত নিয়োগের আশ্বাস দিয়েছেন শিক্ষামন্ত্রী। বঞ্চিত প্রার্থীদের নিয়োগে প্রস্তুত রাজ্য।আদালতের কাছে দুটি প্রস্তাব দিয়ে SSC-র পিটিশন দাখিল। আদালতের কোর্টে বলত।তবে, আদালত রায় দেওয়ার পরেই নিয়োগ হবে বলে জানান তিনি। ব্রাত্য বলেন, ‘‘হাই কোর্ট রায় দিলে সবাইকে নিয়োগ করতে প্রস্তুত রাজ্য।’’

একই সঙ্গে আন্দোলনরত চাকরিপ্রার্থীদের উদ্দেশ্যে শিক্ষামন্ত্রী বলেন, আন্দোলন প্রত্যাহার করুন। উৎসবের মরসুমে আপনারা বাড়ি ফিরে যান। পরিবারের সঙ্গে সময় কাটান।

 

Previous articleমুখ্যমন্ত্রীকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় আপত্তিকর মিম তৈরির অভিযোগে গ্রেফতার যুবক
Next articleEntertainment: দাদাসাহেব ফালকে পুরস্কার পাচ্ছেন আশা পারেখ