জম্মু ও কাশ্মীরে দুটি যাত্রিবাহী বাসে বিস্ফোরণ, তদন্তে পুলিশ

ফের উত্তপ্ত উপত্যকা। আট ঘণ্টার ব্যবধানে জম্মু ও কাশ্মীরে উধমপুরে দু’টি যাত্রিবাহী বাসে বিস্ফোরণ ঘটল। বৃহস্পতিবার আচমকাই বাসস্ট্যান্ডে দাঁড়িয়ে থাকা খালি বাস থাকায় বিস্ফোরণের ঘটনা ঘটে। খালি বাস থাকায় কোনও প্রাণহানি হয়নি। আতঙ্ক ছড়াতেই কোনও জঙ্গিগোষ্ঠী একাজ করেছে বলে মনে করছে পুলিশ।

আরও পড়ুন:ফের জম্মু কাশ্মীরে বাস দুর্ঘটনা: মৃত ৫, আহত কমপক্ষে ২৫

পুলিশ সূত্রের খবর, বুধবার রাত পৌনে ১১টা নাগাদ উধমপুরের দোমাইল চকের অদূরে রাখা বাসে প্রথম বিস্ফোরণটি ঘটে। ওই ঘটনার দু’জন গুরুতর জখম হন। এর পর বৃহস্পতিবার সকালে সাড়ে ৬টা নাগাদ দোমাইল চক থেকে ৪ কিলোমিটার দূরে পুরনো বাসস্ট্যান্ডে রাখা একটি বাসে বিস্ফোরণ হয়। সেখানে অবশ্য কেউ হতাহত হননি।

প্রসঙ্গত, ২০০৯-এ জম্মুর বাসস্ট্যান্ডে রাখা যাত্রিবাহী বাসে বিস্ফোরণে ঘটানো হয়েছিল। ওই নাশকতায় পাকিস্তানের গুপ্তচর সংস্থা আইএসআই-এর হাত ছিল বলে জানা যাচ্ছে। তবে এবারের নাশকতার পেছনে কার হাত রয়েছে তার তদন্ত শুরু করেছে পুলিশ।

Previous articleBreakfast Sports : ব্রেকফাস্ট স্পোর্টস
Next article‘এই পিচে ১০৭ রান তাড়া করা সহজ ছিল না’, প্রোটিয়াদের বিরুদ্ধে ম‍্যাচ জিতে বললেন ভারত অধিনায়ক