জম্মু ও কাশ্মীর পুলিশের ডিজি-কারা হেমন্ত লোহিয়া খু*ন

সোমবার গভীর রাতে খু*ন হলেন জম্মু ও কাশ্মীরের পুলিশের মহাপরিচালক (কারাগার) হেমন্ত লোহিয়া(Hemant Lohia)। জম্মুর(Jammu) উপকণ্ঠে উদাইওয়ালা এলাকায় নিজের বাড়িতে মৃত অবস্থায় পাওয়া যায় ওই পুলিশ আধিকারিককে। এই হত্যাকাণ্ডের ঘটনায় লোহিয়াত ভৃত্য জাসিরকে(Jasir) সন্দেহ করছে পুলিশ। ঘটনা পর থেকেই নিখোঁজ সে। তার সন্ধানে শুরু হয়েছে তল্লাশি অভিযান।

এই ঘটনায় অতিরিক্ত পুলিশ মহাপরিচালক (জম্মু অঞ্চল) মুকেশ সিং বলেন, লোহিয়া ১৯৯২ ব্যাচের আইপিএস অফিসার, তার গলা কাটা ছিল এবং তার শরীরে পোড়া দাগ ছিল। প্রাথমিক তদন্তে অনুমান, হত্যাকারী প্রথমে লোহিয়াকে শ্বাসরোধ করে হত্যা করে এবং তারপর একটি ভাঙা বোতল ব্যবহার করে তার গলা কেটে দেয় এবং পরে দেহে আগুন দেওয়ার চেষ্টা করে। তিনি বলেন, অফিসারের বাসভবনে উপস্থিত নিরাপত্তা কর্মীরা লোহিয়ার ঘরে আগুন দেখতে পান এবং দরজা ভেতর থেকে বন্ধ থাকায় তারা তা ভেঙে ফেলে। ঘটনাস্থলের প্রাথমিক তদন্তে হত্যাকাণ্ডের দিকেই ইঙ্গিত করছে বলে জানিয়েছেন অতিরিক্ত পুলিশ মহাপরিচালক। তিনি বলেন, ‘গৃহকর্মী পলাতক। তার খোঁজে তল্লাশি শুরু হয়েছে।’ তিনি জানান, ঘটনাস্থলে ফরেনসিক ও ক্রাইম টিম রয়েছে। তদন্ত প্রক্রিয়া শুরু হয়েছে। ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে রয়েছেন।’

Previous articleনবমীর সকাল থেকেই মুখ ভার আকাশের, ‘অসুর’ বৃষ্টির দাপট জারি রইবে আজও
Next articleভাদোহির পর এবার ইটাবা, ফের যোগীরাজ্যের মন্ডপে বিধ্বংসী অগ্নিকাণ্ড