নবমীর সকাল থেকেই মুখ ভার আকাশের, ‘অসুর’ বৃষ্টির দাপট জারি রইবে আজও

অষ্টমীর সারারাত দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই দফায় দফায় বৃষ্টি হয়েছে। কোথাও হাল্কা, কোথাও আবার ভারী বৃষ্টির দাপট দেখেছেন উৎসবে মাতোয়ারা রাজ্যবাসী। নবমীতেও সে পরিস্থিতি থেকে রেহাই মিলছে না কলকাতা ও তার পার্শ্ববর্তী এলাকায়।

মঙ্গলবার, নবমীতে দক্ষিণবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টি হবে বলে জানিয়েছে হাওয়া অফিস। ঝোড়ো হাওয়াও বইতে পারে। পশ্চিম-মধ্য এবং সংলগ্ন উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্তের জেরে নিম্নচাপ অঞ্চল তৈরি হয়েছে। এই পরিস্থিতিতে সোমবার থেকে বুধবার পর্যন্ত মৎস্যজীবীদের গভীর সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। এদিকে উৎসবের মরশুমে এই বৃষ্টির জেরে স্বাভাবিকভাবে ক্ষুব্ধ সাধারণ মানুষ। হাওয়া অফিসের দাবী এই দুর্যোগ কিছুটা কমতে পারে আগামী বুধবার, অর্থাৎ দশমীর দিন থেকে। সে দিন আর কোথাও ভারী বৃষ্টির কোনও তেমন প্রভাব দেখা যাবে না। তবে উত্তরবঙ্গে বাড়তে পারে বৃষ্টির পরিমাণ।

Previous articleচিকিৎসাবিজ্ঞানে নোবেল পেলেন সোয়ান্তে পাবো
Next articleজম্মু ও কাশ্মীর পুলিশের ডিজি-কারা হেমন্ত লোহিয়া খু*ন