হড়পা বান কাণ্ডে নয়া তথ্য, বোল্ডার ফেলে জল আটকানোতেই বিপত্তি!

স্থানীয়রা জানিয়েছেন, বোল্ডার ফেলে জল আটকানো হয়েছিল৷ এর ফলে প্রায় শুকনো ওই নদী খাতে প্রতিমা বিসর্জন দিতে নেমে গিয়েছিলেন প্রচুর মানুষ৷

মাল নদীতে হড়পা বানে এখনও পর্যন্ত মৃত আট, নিখোঁজ বহু। কিন্তু কেন এমন ঘটনা ঘটলো তা নিয়ে নানান প্রশ্ন যখন মাথাচাড়া দিচ্ছে তখন সামনে এলো নয়া তথ্য। স্থানীয়রা জানিয়েছেন, বোল্ডার ফেলে জল আটকানো হয়েছিল৷ এর ফলে প্রায় শুকনো ওই নদী খাতে প্রতিমা বিসর্জন দিতে নেমে গিয়েছিলেন প্রচুর মানুষ৷ আচমকাই হড়পা বানের জেরে জলস্তর এবং নদীর স্রোত দ্রুত বেড়ে যায়। মুহূর্তের মধ্যে ভেসে যায় বোল্ডার দিয়ে তৈরি ওই অস্থায়ী বাঁধ৷

প্রতিমা বিসর্জন দিতে যেখানে মানুষ জমা হয়েছিলেন, সেখানেই হুড়মুড়িয়ে ঢুকে পড়ে জলস্রোত৷ যার ফলে কিছু বুঝে ওঠার আগেই ভেসে যান অন্তত ২০ -২৫ জন৷ এই ঘটনায় বৃহস্পতিবার সকাল পর্যন্ত আট জনের মৃতদেহ উদ্ধার হয়েছে৷ এখনও নিখোঁজদের খোঁজ চলছে৷
প্রত্যক্ষদর্শীদের অবশ্য দাবি, দুর্ঘটনার প্রায় পনেরো মিনিট আগে থেকেই অল্প অল্প করে বাড়ছিল নদীর জলস্তর এবং স্রোত৷ তখনও কেন নদী খাতে যাঁরা ভিড় করেছিলেন তাঁদের সতর্ক করা হয়নি৷
প্রত্যেক বছরই এখানে প্রচুর ঠাকুর বিসর্জন হয় । এত বড় একটি ইভেন্ট সত্ত্বেও মাত্র আট জন বিপর্যয় মোকাবিলার জন্য উপস্থিত ছিলেন। কার্যত তাদের পক্ষে সম্ভব ছিল না, আচমকা আসা এই হড়কা বানের হাত থেকে মানুষকে উদ্ধার করা।

Previous articleউমা, আবার এসো ফিরে
Next articleদশমীতে শিয়ালদহে বেপরোয়া বাসের গতির বলি ৩