মুণ্ডেশ্বরীর স্রোতে ভেসে গেল বাঁশের সেতু, কার্যত বিচ্ছিন্ন আমতার ভাটোরা

মাল নদীর পরে এবার হাওড়ার আমতায় মুণ্ডেশ্বরী নদীর জলস্রোত। মূল ভূখণ্ড থেকে কার্যত বিচ্ছিন্ন আমতার ভাটোরা। শুক্রবার সকালে মুণ্ডেশ্বরী নদীতে আচমকা জল বেড়ে যায়। নাজেহাল প্রায় ৪০ হাজার বাসিন্দা। DVC থেকে অতিরিক্ত জল ছাড়ার ফলেই নদীর জল হঠাৎই বেড়ে যায় বলে অভিযোগ প্রশাসনের। জলের তোড়ে তিনটি বাঁশের সেতু ভেঙে আমতার (Amta) দ্বীপাঞ্চল ভাটোরার সঙ্গে মূল ভূখণ্ডের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। দ্রুত পরিস্থিতির আশ্বাস দিয়েছে প্রশাসন।

এদিন, সকালে আমতা জয়পুরের কুলিয়া ঘাটের জল অস্বাভাবিক মাত্রায় বেড়ে যায়। প্রবল জলের তোড়ে বাঁশের সেতু ভেঙে যায়। যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যাওয়ায় বিপাকে আমতার ভাটোরা দ্বীপাঞ্চলের প্রায় ৪০ হাজার মানুষ। এখন নৌকোই যাতায়াতের একমাত্র ভরসা। তবে, ক্ষরস্রোতা মুণ্ডেশ্বরী নদীতেই চলছে ঝুঁকির পারাবার।

ঘটনাস্থলে যান আমতার তৃণমূল বিধায়ক সুকান্ত পাল। নদীর জল কমলেই দ্রুত সেতু মেরামতের কাজ করা হবে বলে জানান তিনি। বাসিন্দাদের পাশে আছে প্রশাসন-আশ্বাস বিধায়কের।

Previous articleফোটন কণার জরুরি ধাঁধার সমাধান, পদার্থ বিজ্ঞানে যুগান্তকারী আবিষ্কারে নোবেল জয় তিন বিজ্ঞানীর
Next articleজগদ্ধাত্রীপুজোকে ঘিরে তালুকদার বাড়িতে প্রস্তুতি তুঙ্গে, প্রতিমা গড়তে ব্যস্ত চিকিৎসক বিপ্লবেন্দু