Saturday, November 15, 2025

অনলাইন গেম খেলা চলাকালীন বচসা! বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে উদ্ধার ভারতীয় বংশোদ্ভুত ছাত্রের দেহ

Date:

ভিডিও গেম (Online Video Game) খেলা চলাকালীন রুমমেটের (Roommate) সঙ্গে বচসার জের। আর তার জেরেই প্রাণ গেল ভারতীয় বংশোদ্ভুত এক ছাত্রের (Indian Origin Student)। আমেরিকার ইন্ডিয়ানার পার্দু বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে (Purdue University Campus) এই দুর্ঘটনা ঘটেছে বলে খবর। মৃত ভারতীয় ছাত্রের নাম বরুণ মণীশ ছেদা (Varun Manish Cheeda)। বছর কুড়ির মণীশ পার্দু বিশ্ববিদ্যালয়ে ডেটা সায়েন্সের (Data Science) ছাত্র ছিলেন। ইতিমধ্যে ঘটনার তদন্ত (Investigation) শুরু করেছে ইন্ডিয়ানা পুলিশ (Indiana Police)। পুলিশ সূত্রে খবর, বিশ্ববিদ্যালয়ের হোস্টেলে নিজের ঘরে বসে অনলাইনে ভিডিও গেম খেলছিলেন ভারতীয় বংশোদ্ভূত ওই ছাত্র। সেইসময় ঘরে ঢোকে জি মিন নামে কোরিয়ান (Korean) ওই ছাত্রটি। তারপরই গেম খেলা নিয়ে কিছুক্ষণ বাদানুবাদও হয়। এরপরই আচমকা বরুণের উপর হামলা চালায় অভিযুক্ত। রাত প্রায় ১ টা নাগাদ নিজেই পুলিশকে ফোন করে তাঁর সমস্ত অপরাধ স্বীকার করে নেয় অভিযুক্ত। তারপরই জি মিনকে গ্রেফতার করে পুলিশ। তবে এই হত্যার পিছনে কী কারণ রয়েছে তা খতিয়ে দেখছে পুলিশ।

একটি প্রেস বিজ্ঞপ্তিতে ইন্ডিয়ানার পুলিশ প্রধান জানিয়েছেন, কোনওরকম প্ররোচনা ছাড়াই বরুণের উপর এই হামলা চালানো হয়েছে। মঙ্গলবার গভীর রাতে বন্ধুদের সঙ্গে অনলাইন গেম খেলতে খেলতে কথাবার্তায় ব্যস্ত ছিলেন বরুণ। এমনটাই জানিয়েছেন তাঁর এক সহপাঠী। তাঁরা বরুণের চিৎকার শুনতে পান। তবে ঠিক কী হয়েছে, তা বুঝে উঠতে পারছেন না কেউই। পরের দিন ঘুম থেকে উঠে বরুণের মৃত্যুসংবাদ পান তাঁরা। এনবিসির (National Broadcasting Company) রিপোর্ট অনুসারে, মৃত ছাত্রের শরীরে একাধিকবার ধারালো অস্ত্রের কোপের দাগ রয়েছে। এটি খু*নের ঘটনা বলেই প্রাথমিকভাবে মনে করা হচ্ছে।

এদিকে বিশ্ববিদ্যালয়ের তরফে জানানো হয়েছে, পুলিশ পুরো বিষয়টি তদন্ত করছে। তবে এমন ঘটনা সত্যিই দুঃখজনক। এই ধরনের ঘটনা ক্যাম্পাসে ঘটতে পারে তা ভাবা যাচ্ছে না। পড়ুয়াদের নিরাপত্তা ও সুরক্ষার ব্যবস্থা করা এটাই আমাদের কাছে সবথেকে আগে।

 

 

Related articles

রবীন্দ্র সরোবরের ছয় ক্লাবের সঙ্গে চুক্তি: সম্পূর্ণ আইনি পথে কর্পোরেশন

প্রায় পাঁচ দশক পর রাবীন্দ্র সরোবর চত্বরে অবস্থিত ছ’টি ক্লাবের সঙ্গে প্রথমবারের মতো আনুষ্ঠানিক ভাড়ার চুক্তি করল কলকাতা...

বিহারে কমিশনের কারচুপি, তোপ অখিলেশের: ঘুরিয়ে কংগ্রেসকে কটাক্ষ ওমরের

বিহারে এসআইআর প্রয়োগ করে ভোটারদের ভোটাধিকার ছিনিয়ে নিয়েছে নির্বাচন কমিশন। কংগ্রেস-আরজেডির (RJD) মহাজোটের এটাই ছিল বিহার নির্বাচনের মূল...

বিহারের মুখ্যমন্ত্রী কে: ইঙ্গিতপূর্ণ পোস্ট JD(U)-এর!

বিহার বিধানসভা নির্বাচনের ২৪৩ টি আসনের মধ্যে বিজেপি ৮৯ আসনে জয়ী। নীতীশ কুমারের জেডিইউ জিতেছে ৮৫ টি আসন।...

জাদুসম্রাটের বাড়িতে বিয়ের আসর! বিজ্ঞাপন দেখে পাত্র পছন্দ মৌবনীর

জিনা বন্দ্যোপাধ্যায় জনে জনে বার্তা রুটি গেল ক্রমে, বিয়ে করছেন মৌবনী শীতের মরশুমে! মেয়ের জন্য বিজ্ঞাপন দিয়েছিলেন পিসি সরকার, সেখান থেকেই পাত্র...
Exit mobile version