শ্মশান দুর্নীতির অভিযোগে শুভেন্দুর ভাই সৌমেন্দু অধিকারীকে জিজ্ঞাসাবাদ পুলিশের

দীর্ঘ টালবাহানার পর শেষমেশ শ্মশান-দুর্নীতি মামলায় কাঁথি থানায় হাজিরা দিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর ভাই সৌমেন্দু অধিকারী। আজ, শুক্রবার সকাল দশটা নাগাদ সৌমেন্দুকে জিজ্ঞাসাবাদ শুরু করেছে কাঁথি থানার পুলিশ। তাঁর সঙ্গে ছিল কেন্দ্রীয় জওয়ানরা।

আরও পড়ুন:বিপাকে শুভেন্দুর ভাই সৌমেন্দু, টেন্ডার দুর্নীতির অভিযোগে জেলাশাসকের কাছে রিপোর্ট তলব হাইকোর্টের


প্রায় ১০ বছর কাঁথি পুরসভার চেয়ারম্যান ছিলেন সৌমেন্দু। পরে প্রশাসক পদে ছিলেন। পুরপ্রধান থাকাকালীন একাধিক দুর্নীতির অভিযোগ ওঠে তাঁর বিরুদ্ধে।কাঁথি পুরসভার শ্মশানে দুর্নীতি মামলা-সহ সারদা চিটফান্ডে লক্ষ লক্ষ টাকা দুর্নীতি, ত্রিপল চুরির অভিযোগে সৌমেন্দু অধিকারীর বিরুদ্ধে মামলা দায়ের হয়। এরপরই আদালতের দ্বারস্থ হন সৌমেন্দু অধিকারী। গত ১১ অগস্ট কলকাতা হাই কোর্ট তাঁকে অন্তর্বর্তীকালীন রক্ষাকবচ দেয়। এমনকি তাঁকে গ্রেফতার করা যাবে না বলেও নির্দেশ দেয় হাই কোর্ট। এর মধ্যেও কয়েকবার কাঁথি থানায় সৌমেন্দুকে তলব করা হয়। এরপর ২৯ সেপ্টেম্বর সেই সমনের বিরুদ্ধে হাইকোর্টের দ্বারস্থ হন সৌমেন্দু। সেই সময় বিচারপতি রাজাশেখর মান্থা তাঁকে ফের রক্ষাকবচ দেন।আদালত জানায়, সৌমেন্দুকে গ্রেফতার করা যাবে না। তবে সংশ্লিষ্ট মামলার তদন্তে তাঁকে সহযোগিতা করতে হবে। এরপরই দ্বাদশীতেই কাঁথি থানায় হাজিরা দিলেন সৌমেন্দু অধিকারী।

Previous articleযাত্রী পরিষেবার লেটার মার্কস নিয়ে এবার পুজোয় রেকর্ড আয় মেট্রোর
Next articleদক্ষিণ আফ্রিকার কাছে ম‍্যাচ হেরে বোলারদের কাঠগড়ায় তুললেন ধাওয়ান